সর্বশেষ

সকল ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রকাশ :


২৪খবর বিডি: ' সরকারি-বেসরকারি সকল খাতে, সকল বিষয়ে ব্যয় সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ-পানি থেকে শুরু করে সকল খাতে অপচয় করা যাবে না বলে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে এই কথা বলেন পরিকল্পনামন্ত্রী।'

* পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পে কৃচ্ছ্রসাধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জনকল্যাণমূলক বা জরুরি প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিতে হবে। কোনো অপচয় করা যাবে না। সম্পদ সীমিত, অহেতুক ব্যয় করা যাবে না। ঘরে-বাইরে, সরকারের ভেতরে অপচয় রোধ করতে হবে। পরিকল্পনামন্ত্রী বলেন, কৃচ্ছ্রসাধনের প্রয়োজন আছে। তবে ভয়ের ব্যাপার নেই।

' অর্থ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। অপচয় করা যাবে না। প্রধানমন্ত্রী বেসরকারি খাতকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। বিশেষ করে পানি, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।'

* প্রধানমন্ত্রী বলেছেন, করোনা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সারাবিশ্বের উন্নত এবং অনুন্নত দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব ফেলেছে এবং দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ইউরোপের অনেক দেশ আছে যেখানে ১৭ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। অনেক জায়গায় এখন মানুষের একবেলা খেতেই কষ্ট হচ্ছে এবং সমগ্র বিশ্বেই এই অবস্থা বিরাজমান। তারপরও সরকার এ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছে।

* পরিকল্পনামন্ত্রী বলেন, উই মাস্ট বি কেয়ারফুল, বাট উই আর অ্যাবসুলেটলি রাইট অন ট্র্যাক। আস্থা আছে, প্রবৃদ্ধি ধরে রাখতে পারবো। শ্রীলঙ্কার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের প্রতি স্নেহ-ভালোবাসা আছে। ওই দেশের জন্য যদি কিছু করতে পারি, করবো। তবে নিজের দেশ সামলাবো আগে। সার্বিকভাবে আমরা সতর্ক, তবে শঙ্কিত নই।
নির্বাচনের আগে জনগণকে তুষ্ট করতে পরিবহন ও যোগাযোগ খাতে বেশি বরাদ্দ দেয়া হয়েছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে  
 ' পরিকল্পনামন্ত্রী বলেন, জনগণের সরকার জনগণের তুষ্টির জন্য কাজ করে। কিন্তু অনেকে জনতুষ্টির প্রকল্প বলে নেতিবাচক সমালোচনা করেন। আমাদের সরকার জনতুষ্টির জন্য কাজ করে। নির্বাচন কী হবে না হবে সেটি জনগণের ওপর নির্ভর করবে। '

 

 

/   সকল ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর    /


* পরিকল্পনামন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুতে রেল লাইন রাখা এবং অর্থ ব্যয় নিয়ে সমালোচনার উত্তরে মন্ত্রী বলেন, পদ্ম সেতুতে রেল খুবই প্রয়োজন। এটি দক্ষিণ বঙ্গের ১৬টি জেলাকে জাতীয় অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করবে। রেল কম আয়ের মানুষের যোগাযোগের মাধ্যম। এজন্য আমরা রেল করছি এবং করবো।
' নতুন এডিপি সম্পর্কে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, আগামী এডিপিতে প্রকল্পের সংখ্যা কমেছে। অহেতুক প্রকল্প রাখা হচ্ছে না। উন্নয়নের সঙ্গে সঙ্গতি রেখেই এডিপিতে প্রকল্প নেয়া হয়েছে।'


-পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প নেয়ার ক্ষেত্রে এডিপিতে ১৮৫০টি পর্যন্ত প্রকল্প দেখেছি। এবার কমানো হয়েছে। সবমিলিয়ে এবার কর্মসূচির আওতায় ১৪৩৫টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্প কমে আসার অর্থ হলো খুচরা খুচরা প্রকল্প না নিয়ে বড় বড় প্রকল্প নেয়া। একটা জেলায় ছোট ছোট প্রকল্প না নিয়ে, সবগুলো একসঙ্গে নেয়া। আমাদের চাওয়া ছিল এটাই। কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন করা যায় এমন প্রকল্প নেয়ার জন্য গুরুত্ব দেয়া হয়েছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে এনইসি সভায় যোগ দেন। তিনি এনইসি সভায় সভাপতিত্ব করেন। এতে সংশ্লিষ্ট মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত