প্রকাশ :
২৪খবর বিডি: ' পদ্মা সেতু কারও বাপের টাকায় তৈরি হয়নি মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু তৈরি করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন খাতে মানুষের কাছে টাকা নিয়ে এই সেতু তৈরি করা হয়েছে। এখানেও তারা লুটপাট করেছে। ১০ হাজার কোটি টাকার কাজ ৪০ হাজার কোটি টাকায় করেছে। বৃহস্পতিবার দুপুর ৩টায় শহরের বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।'
* প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি এসব কথা বলতে পারেন না। একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রীকে এভাবে বলা মানে সরাসরি হত্যার হুমকির শামিল। সেতু থেকে ফেলে দেয়া এটা কখনো স্বাভাবিক বিষয় হতে পারে না। তার এই উক্তির জন্য আমরা প্রচণ্ড নিন্দা জানাই এবং এরকম অরাজনৈতিক, অশালীন বক্তব্য কখনো আশা করি না। এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি, না হলে এ ধরনের উক্তির জন্য আইনগত ব্যবস্থা নেব। বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ তো নির্বাচন লুট করে নিয়ে যায়।
* বিদেশিদের সঙ্গে তারাই যোগাযোগ করেন, আমেরিকায় গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে সাহায্যে চেয়েছে বিএনপিকে ভোটে অংশগ্রহণ করানোর জন্য। আমরা বিদেশিদের সঙ্গে যোগাযোগ করি না, তারাই যোগাযোগ করে তার অনেক প্রমাণ রয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি তৈমূর রহমান, শ্রমিক দলের সভাপতি আব্দুল জব্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।
' মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অরাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়েছেন। এমনকি নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দুইবার চুবিয়ে চুবিয়ে মারার হুমকি দিয়েছেন। এই সরকার মানুষের অধিকার হরণ করেছে। এখন ভোটের অধিকারও কেড়ে নিয়েছে এই সরকার।'
/ প্রধানমন্ত্রীর বক্তব্য, খালেদা জিয়াকে হত্যার হুমকির শামিল /
* গতকাল দুপুরে সৈয়দপুর বিএনপি রাজনৈতিক জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। সভাপতিত্ব করেন সৈয়দপুর বিএনপি রাজনৈতিক জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
' তিনি বলেন, বর্তমান সরকার আরেক দফা বিদ্যুতের দাম বাড়িয়েছেন। নিত্যপণ্যের বাজার মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বর্তমান সরকার মানুষের চিন্তা না করে বিদেশে কীভাবে বাড়ি করবেন কীভাবে অর্থ পাচার করবেন সে চিন্তায় বিভোর। সরকার অন্যায়ভাবে খালেদা জিয়াকে অন্তরীণ করে রেখেছেন। বাইরে চিকিৎসা নেয়ারও সুযোগ দিচ্ছেন না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে উৎখাত করতে হবে। গঠন করতে হবে জনগণের সরকার। তরুণ নেতা তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে আনতে হবে।'