সর্বশেষ

দেশের বর্তমান দুশমনদেরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে: গয়েশ্বর

প্রকাশ :


২৪খবর বিডি: ' একাত্তরের দুশমনদের যেমন বিচার হয়েছে, দেশের বর্তমান দুশমনদেরও বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘একাত্তরের দুশমনদের বিচার হইছে, এখনকার দুশমনদের বিচার হইতে পারে না? আমি অনেক আগেই বলছি, এখনও বলছি, শেখ হাসিনা কর্তৃক মানবতাবিরোধী অপরাধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে, এইটা চালু রাখতে হবে; এই ট্রাইব্যুনালেই ওদের বিচার হবে।'

মঙ্গলবার (২৪ মে) জাতীয় প্রেসক্লাবে বিএনপি যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।


-রাজপথের আন্দোলনে কোনও ভয় নাই মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র বলেন, 'সরকারকে ভয় পাওয়ার কারণ কী?
সরকারের আছেটা কী? একটা পুলিশ। ৭১-এ পুলিশ-আর্মি মানুষ মারছে, কিন্তু তাদের আত্মসমর্পণ করতে হইছে। আর পুলিশ কখনও জনগণের দাবির বিপক্ষে যায় না। আমরাই তো ঠিক মতো রাস্তায় নামতাছি না, পুলিশকে দোষ দিয়ে লাভ কী? অকারণে আমরা ভয় পাচ্ছি।'

 

/   দেশের বর্তমান দুশমনদেরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে: গয়েশ্বর   /


* নেতা-কর্মীদের মুক্তির জন্য রাজপথে নামতে হবে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, 'মুক্তির জন্য যদি আমরা হাশরের ময়দান পর্যন্ত অপেক্ষা করি, তাহলে চলবে না। পৃথিবীতে আপনার দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। এখানে শুধু আসলাম চৌধুরীর মুক্তি পাওয়া বড় কথা না, গোটা জাতিই তো বন্দি। এই বন্দিদশা থেকে মুক্ত করতে না পারলেতো সে (জাতি) নিজেই আপনার সামনে এসে দাঁড়াবে।'

' আসলাম চৌধুরী মুক্তি পরিষদের আহ্বায়ক শাহজাহান মিয়া সম্রাটের সভাপতিত্বে এই প্রতিবাদ সভা আয়োজিত হয়।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত