সর্বশেষ

নামাজ ফরজ হবে যে তিন শর্তে

প্রকাশ :


২৪খবর বিডি: 'যতক্ষণ পর্যন্ত তিনটি শর্ত একই সঙ্গে পাওয়া যাবে না, ততক্ষণ নামাজ ফরজ হবে না।'
১.   মুসলমান হওয়া। কাফিরের ওপর নামাজ ফরজ নয়। (আল ফিকহুল ইসলামী : ১/৬৩৭)#

২.   বালেগ তথা প্রাপ্তবয়স্ক হওয়া।

'নাবালেগ সন্তানের ওপর নামাজ ফরজ নয়। (বুখারি : ১৬/৩১৫)#

                                        নামাজ ফরজ হবে যে তিন শর্তে


৩.   আকল তথা সুস্থ জ্ঞান থাকা। পাগল ও মাতালের ওপর নামাজ ফরজ নয়। (প্রাগুক্ত) সন্তান যখন সাত বছরের হবে, তখন মা-বাবার উচিত তাদের নামাজ পড়ার হুকুম দেওয়া। ১০ বছরে উপনীত হলে নামাজ ওয়াজিব হওয়ার আগে নামাজে অভ্যস্ত বানানোর জন্য (প্রয়োজনে) তাদের বেত্রাঘাত করা বৈধ।' (আবু দাউদ, হাদিস : ৪১৮)

 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত