প্রকাশ :
২৪খবর বিডি: 'বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্যরা তেদ্রোস আধানম গেব্রিয়াসুসকে আবারও মহাপরিচালক নির্বাচিত করেছেন। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, আরও পাঁচ বছরের জন্য জোরালো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছেন তিনি। খবরে বলা হয়, বার্ষিক বৈঠকে গোপন ব্যালটে অনুষ্ঠিত ভোটের ফলাফল ঘোষণা করেন জিবুতির আহমেদ রবলেহ আবদিলেহ। তবে তেদ্রোস একমাত্র প্রার্থী থাকায় অনেকেই এটাকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখেছেন।'
-ইউক্রেনের সংকট নিয়ে কথা বলার সময় কেঁদে ফেলেন পুনরায় নির্বাচিত হু-প্রধান। যুদ্ধ ও দারিদ্র্যের মধ্যে কয়েক দশক আগে নিজের ছোট ভাইকে শৈশবের অসুস্থতার কারণে হারিয়ে ফেলার কথাও স্মরণ করেন তিনি। তেদ্রোস বলেন, ‘ইউক্রেনে আমার সফরের সময় বিশেষ করে বাচ্চাদের দেখেছি, এতে ৫০ বছরের বেশি আগের এক দৃশ্য আমার মনে পড়ে, যা আজও আমাকে তাড়া করে। যুদ্ধের গন্ধ, শব্দ এবং প্রতিচ্ছবি। আমি চাই না এটা অন্য কারও সঙ্গে ঘটুক।
'পুনর্নির্বাচিত হওয়ার পর তেদ্রোস আধানম গেব্রিয়াসুসকে অভিনন্দন জানিয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার সময় নিজের দেশ ইথিওপিয়ার সমর্থন পাননি তেদ্রোস আদানম গেব্রিয়াসুস। টাইগ্রে সংঘাত নিয়ে ভিন্নমতের কারণে তাঁকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকে দেশটির সরকার।'
সূত্র : রয়টার্স