সর্বশেষ

স্বল্পোন্নত দেশগুলোতে ধনী দেশগুলোর কড়া সমালোচনা করলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ :


/ ড. এ কে আব্দুল মোমেন /

২৪খবর বিডি: 'স্বল্পোন্নত দেশগুলোতে ‘তহবিল সরবরাহের নীতি ও শর্তের’ কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ‘সহায়তা করার নামে’ ধনী দেশগুলো এবং সহায়ক আন্তর্জাতিক সংস্থাগুলো স্বল্পোন্নত দেশগুলোর ‘অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর নীতি’র পর্যালোচনা করারও আহ্বান জানিয়েছেন তিনি।'

* বুধবার (২৫ মে)  জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) আয়োজিত স্বল্পোন্নত দেশ নিয়ে একটি সেশনে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সাহায্যের নাম করে উন্নত দেশগুলো এবং তাদের সহায়ক সংস্থাগুলো স্বল্পোন্নত দেশগুলো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। এধরনের নাক গলানো বন্ধ করার সময় চলে এসেছে এবং তাদের দেশে স্কুল, শপিং মল এবং রিসোর্টে যে আইন বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে সেটি বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া দরকার।

 

স্বল্পোন্নত দেশগুলোতে ধনী দেশগুলোর কড়া সমালোচনা করলেন পররাষ্ট্রমন্ত্রী


-তিনি বলেন, ‘দুঃখজনকভাবে স্বল্পোন্নত দেশগুলোতে তহবিল সরবরাহে এবং বৈদেশিক বিনিয়োগ ক্ষেত্রে উন্নত বিশ্বের নীতি এবং শর্তাবলি স্বল্পোন্নত দেশগুলোর উন্নতির ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এটি অবাক করার মতো বিষয় নয় যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে যারা উত্তরণ ঘটিয়েছে, এমন দেশগুলোর জন্য এসব শর্তাবলির কারণে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

' উন্নত দেশগুলোর যেসব নীতি এবং শর্তাবলি স্বল্পোন্নত দেশগুলোকে অনিশ্চিত ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, সেগুলো পর্যালোচনা করার সময় এসেছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। '

-তিনি আরও বলেন, ‘বৈশ্বিক সাপ্লাই চেইনে সমস্যা দিনদিন প্রকট হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ আরও বেশি ঘনীভূত হচ্ছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, পৃথিবীতে আরেকটি মন্দা হয়তো দেখা দেবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত