প্রকাশ :
২৪খবর বিডি: 'হজযাত্রা শুরুর দশ দিন আগে সরকারি ও বেসরকারি দুই ব্যবস্থাপনাতেই খরচ আরও ৫৯ হাজার টাকা বাড়ানো হল। সৌদি আরবের অংশের খরচ বেড়ে যাওয়ার কারণেই বাংলাদেশের হজযাত্রীদের এই বাড়তি টাকা দিতে বলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন।'
আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
'ধর্ম প্রতিমন্ত্রী বলেন, গতকাল সৌদি কর্তৃপক্ষ মিনায় অবস্থান স্থলের ভিত্তিতে ৪ ভাগে বিভক্ত করে ৪ ধাপে ব্যয়ের বিবরণ নির্ধারণ করেছে। এর মধ্যে সর্বনিম্ন ব্যয়ের ধাপ 'সি' ও 'ডি' প্রকাশ করেছে। সে অনুযায়ী, মোয়াল্লেম ফি 'সি' অনুসারে ৮ হাজার ৬৪০ সৌদি রিয়েল এবং 'ডি' ৭ হাজার ৪৯০ সৌদি রিয়েল নির্ধারণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশি মুদ্রায় মোয়াল্লেম ফি বেড়েছে 'সি' অনুসারে ১ লাখ ৫ হাজার ৫৯৭ টাকা এবং 'ডি' অনুসারে ৭৪ হাজার ৫০০ টাকা। এগুলো বিবেচনা না করে প্রধানমন্ত্রীর নির্দেশে সৌদি আরবের আবশ্যকীয় ব্যয় জন প্রতি ৫৯ হাজার টাকা বাড়ানো হয়েছে।'