সর্বশেষ

রাশিয়ার দখলে ইউক্রেনের আরেক শহর

প্রকাশ :


২৪খবর বিডি: ' ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের লিমান শহর পুরোপুরি দখলে নিয়েছে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। ইউক্রেন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ বিষয় স্বীকার করেছেন।'
তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, লিমান শহরে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। খবর বিবিসির।

-লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চল নিয়ে গঠিত দনবাস। রাশিয়ার হামলা শুরুর আগে থেকেই অবশ্য এ দুই অঞ্চলের বেশির ভাগ এলাকা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে ছিল। এখন রাশিয়া বাকি এলাকাগুলোও নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে।

 

রাশিয়ার দখলে ইউক্রেনের আরেক শহর


ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ বলেছেন, ‘জানতে পেরেছি, আমরা লিমান শহরের নিয়ন্ত্রণ হারিয়েছি।’

' ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরে যাওয়ার পথে লিমান শহরের অবস্থান। স্লোভিয়ানস্কের দখল নেওয়া দনবাস অঞ্চলে রাশিয়ার মূল লক্ষ্যগুলোর একটি। এ ছাড়া রেল যোগাযোগের জন্য লিমান শহরটি গুরুত্বর্পূণ।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত