প্রকাশ :
২৪খবর বিডি: 'এখন পর্যন্ত সারাদেশে ৫৩৮টি অবৈধ ও অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে রাজধানীসহ ঢাকা জেলার আছে ১৬৪টি। রবিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন এ তথ্য ২৪খবর বিডিকে জানান।'
তিনি জানান, 'এখন পর্যন্ত আমরা এই সংখ্যাই পেয়েছি। এটি আরও বাড়তে পারে। অভিযান আরও কয়েকদিন অব্যাহত থাকবে।
ভোক্তা অধিদফতরের সঙ্গে আমাদের এ বিষয়ে কোনও কথা হয়নি। তারা তাদের মত করে অভিযান চালিয়েছে।
' ঢাকার বাইরে সিভিল সার্জনদের নেতৃত্বে এবং রাজধানীতে অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে তিনটি টিম কাজ করেছে।'