সর্বশেষ

ইমরানের হিন্দি গানচিত্র প্রকাশ: প্রথম দিনেই এক মিলিয়ন

প্রকাশ :


২৪খবর বিডি: 'প্রথমবারের মতো হিন্দি গানচিত্র প্রকাশ করে ভালোই সাড়া ফেলেছেন ইমরান মাহমুদুল। ২৭ মে ভারতের অ্যালিগ্যান্ট আই মিউজিক-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় তার গাওয়া হিন্দি ভাষার মৌলিক গান ‘ম্যানু দাস্তু’।'
এটি প্রকাশের একদিনের মাথায় অতিক্রম করে এক মিলিয়ন বা ১০ লাখ ভিউয়ের ঘর।

'বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ইমরান। বললেন,  ‘অভূতপূর্ব সাড়া পাচ্ছি এটি প্রকাশের পর। দুই বাংলা তো বটেই, হিন্দি ও পাঞ্জাবি ঘরানার শ্রোতাদের কাছ থেকেও সাধুবাদ পাচ্ছি গানটির জন্য। আশা করছি এখন থেকে নিয়মিত এমন উপহার নিয়ে হাজির হবো।'

 

-রজতের কথায় গানটির সুর-সংগীত করেছেন যৌথভাবে রাহুল ও অঞ্জন। আমান নটিয়ালের পরিচালনায় গল্পনির্ভর এই গানচিত্রে অভিনয় করেছেন ভারতের দুই মডেল নন্দনী শর্মা ও অনুজ সাইনি। যদিও এখানে নায়কের ভূমিকায় থাকার কথা ছিল ইমরানের। ঢাকার গানে যেমনটা তাকে পাওয়া যায়।


' ইমরান ২৪খবর বিডিকে বলেন, ‘গানটি রেকর্ড করেছি ৬ মাস আগে। তখনই ভিডিওটির জন্য মুম্বাই যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার মাত্রা বাড়ায় যাওয়া হলো না। পরে গত মাসেও সেটি সেট করা হয়। তখনও যেতে পারিনি আমার ইউরোপ ট্যুরের জন্য। পরে আমাকে ছাড়াই শুটিং হলো। বাট সামনে আমরা আরও কাজ করছি, তখন হবে নিশ্চয়ই।'
 

/   ইমরানের হিন্দি গানচিত্র প্রকাশ: প্রথম দিনেই এক মিলিয়ন    /
 


-ইমরান জানান, অ্যালিগ্যান্ট আই মিউজিক বেশ নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান। তারা মূলত হিন্দি ও পাঞ্জাবি গান প্রডিউস করে। সনু নিগম, পলক মুচ্ছাল, সালমান আলিদের গান নিয়মিত প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

'এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ তথা ইমরানের নামও।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত