সর্বশেষ

প্রধানমন্ত্রীকে 'হত্যার হুমকি', সারাদেশে ১০ দিনের বিক্ষোভ কর্মসূচি আ'লীগের

প্রকাশ :


২৪খবর বিডি: 'বিএনপি ও ছাত্রদলের সাম্প্রতিক কর্মকাণ্ডসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'হত্যার হুমকি' দেওয়ার প্রতিবাদে ১০ দিনের বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। বুধবার থেকে সারাদেশে এ কর্মসূচি শুরু হচ্ছে।'
 
-আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, দুই সিটির মেয়র এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
 
'সভার সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা লীগ, আগামী বৃহস্পতিবার যুব মহিলা লীগ, ৪ জুন কৃষক লীগ, ৮ জুন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও ১০ জুন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করবে। এ ছাড়া ৪ জুন ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ হবে।'
 
'সভায় উপস্থিত একাধিক নেতা জানান, সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে ছাত্রলীগকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। ভর্তি পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা ও শিক্ষার্থীদের লেখাপড়ায় যেন ব্যাঘাত না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে কর্মসূচি পালনের দিকনির্দেশনা দেওয়া হয়। অন্যান্য সহযোগী সংগঠনকেও কর্মসূচি পালনে একই পথ অনুসরণের জন্য বলা হয়।'
 
-এ ছাড়া সভায় ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস, ১১ জুন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন নিয়ে আলোচনা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন ঘিরে কেন্দ্র থেকে সারাদেশের ইউনিয়ন পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উৎসবমুখর অনুষ্ঠান করার নির্দেশনা দেওয়া হয়।
 
নেতারা আরও জানান, বিএনপি সরকারবিরোধী আন্দোলনের নামে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে, যথাযথ জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনাও দেওয়া হয়।
 
/   প্রধানমন্ত্রীকে 'হত্যার হুমকি', সারাদেশে ১০ দিনের বিক্ষোভ কর্মসূচি আ'লীগের    /
 
'সভার শুরুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি মনে করেছে ছাত্রদলকে দিয়ে ক্যাম্পাসে অরাজকতা করবে। তারা 'পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার' স্লোগান দেবে? নেত্রীকে হত্যার হুমকি দেবে আর আমরা বসে বসে আঙুল চুষব? যারা ছাত্র রাজনীতি করে তারা কি চুপ করে বসে থাকবে? এ ধরনের কথা বললে তরুণদের মাথা ঠিক থাকে?'
 
-বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি তারা পালন করুক। সরকারের বিরুদ্ধে বক্তব্য দিলেও কোনো আপত্তি নেই। কিন্তু তারা সরাসরি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে আমরা বসে বসে তামাক খাব? তাদের (ছাত্রলীগ) রক্ত গরম হবে না? মির্জা ফখরুল আগুন নিয়ে খেললে আমরা হাত গুটিয়ে বসে থাকব না।
 
 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত