প্রকাশ :
২৪খবর বিডি: 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, ওবায়দুল কাদের যেভাবে হুমকি দিয়েছেন, এটা কোনো রাজনীতির ভাষা নয়। আওয়ামী লীগের প্রত্যেক নেতার ভাষা একই রকম। তাই আমি চাই আপনারা ভাষার ব্যবহারে সংযত হন। আপনারা মুখে মিথ্যা কথা বলছেন কেন? আপনারা কি গণতন্ত্র চর্চা করছেন? আপনারা তো গণতন্ত্র বিশ্বাসই করেন না। গণতন্ত্র বিশ্বাস করলে এই ভাষায় কথা বলতেন না।'
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের কৃষি বিপ্লব- শহীদ জিয়ার নীতি ও কর্মসূচি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদল এই সেমিনারের আয়োজন করে।
'বিএনপি মহাসচিব আরও বলেন, আজ আপনারা ক্যাম্পাসে ছাত্রদের মারলেন, আবার সেটাকে জাস্টিফাই করছেন। তারা বলছে বাহ বাহ ভালোই করেছে ছাত্রলীগ। এটাই হচ্ছে আওয়ামী লীগ। প্রিয় ভাইয়েরা আসুন আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটা জোট বাঁধি।
/ আ.লীগ নেতাদের ভাষার ব্যবহারে 'সংযত' হতে বললেন মির্জা ফখরুল /
'লুটেরা চরিত্রের সরকার নিত্যপণ্যের দাম বাড়িয়ে নিজেদের পকেট ভারি করছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগের চোর, লুটেরাদের কারসাজিতে আরেক দফা চালের দাম বাড়ানো হয়েছে। সরকার মুনাফা লুটবে এবং জনগণের পকেট কাটবে। এটি হচ্ছে তাদের মূল লক্ষ্য। তারা আসলে মানুষের কল্যাণ চায় না।'
-তৎকালীন সরকারের অব্যবস্থাপনায় ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিল মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের বর্তমান যে অবস্থা- পত্রিকায় দেখেছি চালের দাম বাড়ছে। এখন তো ভরা মৌসুম। এখন চালের দাম কমে আসার কথা। সে জায়গায় চালের দাম বাড়তি। এখানে আবারও কারসাজি।
'জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি, কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম বাবুল প্রমুখ।'