প্রকাশ :
২৪খবর বিডি: 'ইন্দোনেশিয়ার বিপক্ষে আর কয়েক ঘণ্টা পর প্রীতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই ম্যাচ নিঃসন্দেহে নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ। সে কারণেই ম্যাচটা হাতছাড়া করতে চাইছে না হাভিয়ের কাবরেরার দল। তবে লাল-সবুজদের অনেক দিন পর প্রথাগত স্ট্রাইকার তথা ‘নম্বর নাইন’ ছাড়া খেলতে হচ্ছে। ভরসা রাখতে হচ্ছে নতুনদের ওপর।'
'আবাহনীর নাবীব নেওয়াজ জীবন ও বসুন্ধরা কিংসের সুমন রেজা ডাক পেয়েও জায়গা করে নিতে পারেননি। প্রথমজন শৃঙ্খলা ভঙ্গের জন্য বাদ পড়েছেন, পরের জন চোটের কারণে। সাম্প্রতিক সময়ে এ দুজনই আক্রমণভাগে নেতৃত্ব দিয়ে আসছিলেন।
-এই ম্যাচকে সামনে রেখে আক্রমণভাগে পাঁচজন ফুটবলার রয়েছেন। যাদের মধ্যে গোল আছে কেবল তিন ফুটবলারের। উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম ২ ও সবশেষ ২০১৮ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলা জাফর ইকবালের আছে এক গোল। এই তিন ফুটবলারের কেউ প্রথাগত স্ট্রাইকার নন। এখন জীবন-সুমন না থাকায় গোল করার কাজটা সামলাতে হতে পারে ফয়সাল আহমেদ ফাহিম, মেরাজ হোসেন ও সাজ্জাদ হোসেনের মতো তরুণ ফুটবলারকে।
'অবশ্য প্রথাগত স্ট্রাইকার না থাকলেও দুশ্চিন্তা করছেন না কাবরেরা। ঢাকা ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ তরুণ ফরোয়ার্ডদের ওপর আস্থা রেখে বলেছিলেন, ‘দল দেখলে দেখবেন সেখানে সাজ্জাদ হোসেনের নাম আছে। সে একজন স্ট্রাইকার, পরিপূর্ণ নম্বর ৯। এমনকি সুফিলও (মালয়েশিয়াতে যোগ দেবেন) নয় নম্বর পজিশনে খেলতে পারে। মেরাজ হোসেনকে ফলস নাইন কিংবা সহকারী ফরোয়ার্ডের জায়গায় খেলানো যায়। তাই কোনও ধরনের দুশ্চিন্তা নেই আমার।'