সর্বশেষ

ঢাবির ভর্তি পরীক্ষায় ফের ছাত্রলীগের হামলার আশঙ্কা করছেন ছাত্রদলের কর্মীরা

প্রকাশ :


ভর্তি পরীক্ষার দিনে আবারও সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে / ফাইল ছবি /

২৪খবর বিডি: 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদল ক্যাম্পাসে যেন নতুন করে কোনো জমায়েত বা সমাবেশ করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে ছাত্রলীগ।'

'আগামী শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহায়তা করতে এলে ফের ছাত্রলীগের হামলার আশঙ্কা করছেন ছাত্রদলের কর্মীরা। সেদিন ছাত্রদলের কর্মীরা কেউ ঢাবি ক্যাম্পাসে কোনো কর্মসূচি দিতে না পারে সেজন্য ছাত্রলীগ কর্মীরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস। '

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় গৃহিত কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

'সনজিত চন্দ্র দাস বলেন, ‘যারা পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার- স্লোগান দেয়, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়, এ ধরণের ছাত্র সংগঠনকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ বর্জন করেছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের পথে0ঘাটে জাতীয়তাবাদী ছাত্রদল গণপিটুনি খেয়েছে। যদি তারা তাদের এমন কর্মকাণ্ড অব্যাহত রাখে তাহলে তাদের চণ্ডীরূপ তাদের প্রদর্শন করতে হবে। সে ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দিতে আমরা প্রস্তুত নই।'

 

'ভর্তি পরীক্ষার দিন ছাত্রদল কোনো কর্মসূচি দিলে কী হতে পারে তা নিয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, বিগত কয়েকদিনের ঘটনা ছাত্রদলের একপাক্ষিক সন্ত্রাস। সাধারণ শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলেছে। তবে ভর্তি পরীক্ষার দিন কোনো স্বাভাবিক দিন নয়। শিক্ষার্থীরা-অভিবভাবকরা আসবেন। তাই সকল ছাত্রসংগঠনের কাছে আহ্বান থাকবে যাতে সকলে দায়িত্বশীল আচরণ করেন।'


তিনি বলেন, পরীক্ষার দিন ছাত্রদল কোনো ধরনের সন্ত্রাসী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাদের প্রতিহত করা হবে।

এদিকে ঢাবি ক্যাম্পাসে গেলে ছাত্রদল ছাত্রলীগের হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন।

তিনি বলেন, তারা ক্যাম্পাসে যে ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, তাতে আমরা ধরে নিতেই পারি যে, আমরা ক্যাম্পাসে গেলে ছাত্রলীগ আমাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে।

তিনি বলেন, 'প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রদল ধারাবাহিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আসছে।  শুক্রবার আমরা ভর্তিচ্ছুদের তথ্য দিয়ে সহায়তা করবো, তৃষ্ণার্তদের জন্যে পানি সরবরাহ করবো। এছাড়া তাদের ফুল ও কলম দিয়ে স্বাগত জানাবো। এটা আমাদের ঐতিহ্য, আমরা অবশ্যই এই কর্মসূচি পালন করবো।

 

/   ঢাবির ভর্তি পরীক্ষায় ফের ছাত্রলীগের হামলার আশঙ্কা করছেন ছাত্রদলের কর্মীরা    /
 


'ছাত্রলীগের হুঁশিয়ারি সম্পর্কে তিনি বলেন, অতীতে ছাত্রলীগ কোনো ভালো কর্মকাণ্ড লিপ্ত ছিলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে ছাত্রলীগ নেতিবাচকভাবে জড়িত। তারা কখনও শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় হওয়ার মতো কর্মকাণ্ড করতে পারেনি। ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের কর্মকাণ্ডের  মাধ্যমে সংগঠনটির নেতিবাচক দিক  শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করে তাদের মধ্যে ভয়ভীতির সঞ্চার করেছে। তারা আমাদের ওপর যতই হামলা বা নিপীড়ন করুক, আমরা আমাদের সাধারণ কর্মকাণ্ড চালিয়ে যাবো। '

ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রলীগের কর্মসূচি

'সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহযোগিতায় বেশ কয়েক দফা কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ।'

* তাদের কর্মসূচিগুলো হলো- ক্যাম্পাসে বিভিন্ন পয়েন্টে স্থায়ী শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, শিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে বিনামূল্যে জয় বাংলা বাইক সার্ভিস চালু রাখা, অভিভাবক ছাউনির মাধ্যমে শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা করা, পরীক্ষা কেন্দ্র পরিচিতির জন্য ক্যাম্পাসে দিক নির্দেশত চিহ্ন ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে নেয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা করা, শিক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকের ব্যবহারের জন্য মোবাইল টয়লেটের ব্যবস্থা করা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ করা, তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্র গঠন করা, মাস্ক- কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ করা এবং প্রয়োজন সাপেক্ষে হল ছাত্রলীগ পরীক্ষার পূর্ব রাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা করা।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত