সর্বশেষ

'পদ্মা সেতুর উদ্বোধনে' দাওয়াত পাবে বিশ্বব্যাংক, খালেদা জিয়াও পেতে পারেন

প্রকাশ :


/ রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠানে ওবায়দুল কাদের /

২৪খবর বিডি: 'পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানে বিশ্বব্যাংককে দাওয়াত দেওয়া হবে। এছাড়া সকল বিরোধী দলের নেতাকর্মীরাও দাওয়াত পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই ধারাবাহিকতায় বিএনপি নেতারাও দাওয়াত পাবেন জানিয়ে তিনি বলেছেন, ‘দলটির চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়াও দাওয়াত পেতে পারেন। তবে তিনি আদালতে সাজাপ্রাপ্ত হওয়ায় এ সম্পর্কে বিধি জেনে সিদ্ধান্ত নেওয়া হবে।'

আজ শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এখন উনি তো (খালেদা জিয়া) সাজাপ্রাপ্ত। তারপরও বিএনপি চেয়ারপারসন হিসেবে দাওয়াত পাওয়ার কথা। তবে আমরা নিয়ম জেনে (দাওয়াত) দেবো।’

 

'পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনে সরে দাঁড়িয়েছিল বিশ্বব্যাংক। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টরকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান ওবায়দুল কাদের। '


-এ সময় ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি একটা বড় দল, তারা নির্বাচনে আসুক আমরা চাই। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নিতে হবে। এখন নির্বাচনে অংশ না নিয়ে যদি মনে করেন হত্যা-সন্ত্রাসের পথে থাকবেন, যদি মনে করেন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে আপনারা ক্ষমতার মসনদে বসবেন, তাহলে এই রঙিন খোয়াব দুঃস্বপ্নে পরিণত হবে।’
 

/   'পদ্মা সেতুর উদ্বোধনে' দাওয়াত পাবে বিশ্বব্যাংক, খালেদা জিয়াও পেতে পারেন   /


' দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিএনপির সমলোচনার জবাবে তিনি বলেন, ‘বিএনপির কিছু নেতা আবোলতাবোল বকছেন, তাদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়েছে কারণ পদ্মা সেতু, মেট্রোরেলকে তারা সহ্য করতে পারছে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাস র‍্যাপিড ট্রানজিড তারা জীবনে দেখেও নাই, করেও নাই। শেখ হাসিনা করছে, এজন্য তাদের বুকে ব্যথা। এই ব্যথার জ্বালায় জ্বলছে। এসব কথার মূল্য নেই, তারা হিংসায় এসব উদ্ভট কথা বলছে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত