প্রকাশ :
২৪খবর বিডি: 'সব ধরনের ষড়যন্ত্রের গন্ধ মাটি চাপা দিতে দলীয় নেতাকর্মীদের তৈরি হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।'
তিনি বলেছেন, 'আমার নেত্রীকে (শেখ হাসিনা) হত্যার হুমকি দেয়া হচ্ছে। আর আমরা কী ঘরে বসে আঙুল চুষবো? আসুন, ষড়যন্ত্রের গন্ধ মাটিচাপা দিয়ে ঘাতকের ষড়যন্ত্র নস্যাৎ করে আবারও জেগে উঠি। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তার সুযোগ্য কন্যার হাতকে আরও শক্তিশালী, আরও মজবুত করি। কাঁপন ধরাই দেশবিরোধী ষড়যন্ত্রের বেদিমূলে।'
-মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
ওবায়দুল কাদের বলেন, 'আমরা ৬ দফার শক্তিতে বলিয়ান, আমরা স্বাধীনতার চেতনায় মহিয়ান। আমরা আমাদের আস্থার বাতিঘর শেখ হাসিনার নেতৃত্বে আস্থাবান।'
'দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা তৈরি হয়ে যান। রাজপথ আমরা ছাড়িনি। ৪ তারিখে নেত্রীকে কটূক্তির প্রতিবাদে আমরা একটা প্রোগ্রাম নিয়েছিলাম সারাদেশে। আমি অবাক হয়ে শুনেছি, সারাদেশে ইউনিয়ন পর্যন্ত এই বিক্ষোভ হয়েছে।'
তিনি বলেন, 'শেখ হাসিনাকে হত্যার হুমকি দেবেন, আর মির্জা ফখরুল আমাকে বলবেন সংযত ভাষায় কথা বলতে? আমি অসংযত নই। আমি বলেছি, আমার নেত্রীকে হত্যার হুমকি দিচ্ছেন, আমি কী ঘরে বসে আঙুল চুষবো?'
সব ধরনের ষড়যন্ত্রের গন্ধ মাটি চাপা দিতে তৈরি থাকতে হবে: ওবায়দুল কাদের
'সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক চুরি ও দুর্নীতির অপবাদ দিয়েছে। কানাডার আদালতে প্রমাণ হয়ে গেছে আমরা চোর নই। আমরা বীরের জাতি। এই পদ্মাসেতু শেখ হাসিনার অসম সাহসের প্রতীক। এই পদ্মাসেতু বীর বাঙালির সক্ষমতার প্রতীক। এই পদ্মাসেতু বাংলাদেশের জনগণের অহংকারের প্রতীক।'