সর্বশেষ

প্রস্তাবিত বাজেটে শ্রমিক কৃষকের স্বার্থ উপেক্ষিত হয়েছে: ডা. জাফরুল্লাহ

প্রকাশ :


/ ডা. জাফরুল্লাহ চৌধুরী /

২৪খবর বিডি: 'গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রস্তাবিত বাজেটে শ্রমিক কৃষকের স্বার্থ উপেক্ষিত হয়েছে, করপোরেট ব্যবসায়ীরা পাবেন সব সুবিধা আর অর্থমন্ত্রীর ক্লায়েন্টদের স্বার্থই রক্ষা করা হয়েছে।'

-তিনি বলেন, বাজেটে জনপ্রশাসন, আমলা, সামরিক ও পুলিশ বাহিনীর জন্য ব্যয় হবে ৪২ ভাগ। চোখ বন্ধ করে বিভিন্ন দেশ থেকে যে ধার করেছেন, তার সে ধার বাবদ যাবে ১৬ ভাগ। এর সবই শ্রমিক-কৃষকদের টাকা থেকে যাবে। কিন্ত করপোরেট ব্যবসায়ীদের পকেট থেকে ধার শোধ হবে না বরং তারা পাবেন সব সুবিধা। তাই এই বাজেট কৃষক শ্রমিকদের বাঁচার পথ দেখাতে পারেনি।

শুক্রবার রাজধানীর পল্টন মোড়ে গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফোরাম আয়োজিত শ্রমিক সমাবেশে এ কথা বলেন ডা. জাফরুল্লাহ।

' রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাজেটে শ্রমিক-কৃষকের কথা না বলায়, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা না থাকায় আন্দোলন অব্যাহত রাখুন। কারণ কৃষক-শ্রমিকের মুক্তি না হলে দেশের মুক্তি হবে না। বাজেটে কৃষকের জন্য, শ্রমিকের জন্য কোথায় বরাদ্দ? উচ্চ পর্যায়ের অফিসারদের ঠিকই বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বেতন বৃদ্ধি চাইলে আমও যাবে ছালাও যাবে, শ্রমিকদের আম-ছালা যাবে কিন্তু আপনার মসনদ থাকবে তো?'

তিনি বলেন, পদ্মা সেতুর জন্য অবশ্যই অভিনন্দন জানাই তবে খোলা মনে অভিনন্দনটা জানাতে পারছি না। ১০ হাজার কোটি টাকার সেতু হয়েছে ৪০ হাজার কোটি টাকায়। হতে পারে, খরচ বেড়েছে, জীবনযাত্রার সবকিছুরই দাম বেড়েছে। কিন্তু অনুগ্রহ করে, হিসাবটা দেন।

তিনি 'প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার ছেলে জয় আমেরিকায় বসবাস করেন। বাংলাদেশ থেকে প্রতিমাসে কত টাকা বেতন ভাতা পান, দেশের মানুষ তার হিসাবটা জানতে চায়।'

প্রস্তাবিত বাজেটে  শ্রমিক কৃষকের স্বার্থ উপেক্ষিত হয়েছে: ডা. জাফরুল্লাহ

-তিনি আরও বলেন, শ্রমিকদের শুধু ২০ হাজার টাকা বেতন দিলে হবে না। তাদের সন্তানকে বিনা বেতনে শিক্ষা দিতে হবে, পরিবহনের ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের রেশন দেন, যে রেশন আপনি সামরিক বাহিনীতে দিয়ে যাচ্ছেন, যে রেশন পুলিশ-গোয়েন্দা বাহিনীকে দিয়ে যাচ্ছেন।

'গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফোরামের সভাপতি আব্দুল আলীম স্বপনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য আক্তার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া প্রমুখ।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত