প্রকাশ :
২৪খবর বিডি: 'রাত পোহালে কুমিল্লা সিটিতে ভোট উৎসব শুরু হচ্ছে। এ উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে কুমিল্লা জিলা স্কুল ও শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশের কার্যক্রম শুরু হয়, বিতরণ করা হয় ইভিএম মেশিনসহ ভোটের সরঞ্জাম। স্টেডিয়ামে ভোট গ্রহণে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নানা দিকনির্দেশনা দেন।'
-কুসিকের তৃতীয় এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ( টেবিল ঘড়ি), নিজাম উদ্দিন কায়সার ( ঘোড়া), কামরুল আহসান বাবুল (হরিণ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম (হাতপাখা)।
-কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী ২৪খবর বিডিকে বলেন, ভোটগ্রহণের সকল প্রস্তুতি শেষ হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। আশা করছি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কেউ সহিংসতা করলে ছাড় দেয়া হবে না।
রাত পোহালে কুমিল্লা সিটিতে ভোট উৎসব শুরু
-এ নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট ১০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। । বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি বুথে ইভিএমে ভোট গ্রহণ হবে। এ বছর নগরীর ২৭টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ২ লাখ ২৯ হাজার ৯২০।