সর্বশেষ

কুসিক নির্বাচনে সিইসি উৎফুল্ল নন বেদনার্তও নন

প্রকাশ :


২৪খবর বিডি: 'নেই অভিযোগ, নেই কোনো গোলযোগ। বলা চলে নিজের মেয়াদের প্রথম নির্বাচনেই শুভসূচনা। কুমিল্লা সিটি করপোরেশনসহ (কুসিক) আরও কিছু স্থানীয় নির্বাচন শান্তিপূর্ণ যবনিকার পটভূমিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল মূল্যায়নের ভার ছেড়ে দিয়েছেন সবার ওপর। গতকাল বুধবার ভোটের 'প্রথম পরীক্ষা' শেষ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এভাবেই অনুভূতি জানালেন তিনি।


-গতকাল কুসিক, ১৩২টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ৪৪টিতে উপনির্বাচন, পাঁচটি পৌরসভা ও একটি উপজেলা পরিষদে সাধারণ এবং তিনটি উপজেলা পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কয়েকটি স্থানে ব্যালটে ভোট নেওয়া হলেও কুমিল্লা সিটি ও পাঁচ পৌরসভাসহ অধিকাংশ স্থানে ভোট নেওয়া হয় ইভিএমে।'

-সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া জানাতে আসার সময় সিইসির সঙ্গে অন্য চার কমিশনারও উপস্থিত ছিলেন। সিইসি বলেন, আমরা শুধু দায়িত্ব পালন করেছি। পাস বা ফেলের বিশ্নেষণ করবেন অন্যরা। তিনি খুব উৎফুল্ল নন, বেদনার্ত বা ক্লান্তও নন। কুমিল্লায় ভোটার উপস্থিতি ৬০ শতাংশের কমবেশি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

'রাজনৈতিক বিতর্কের মধ্যেও ইভিএমে ভোট নিয়ে সিইসি নিজের সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, কেউ কেউ ইভিএমের ব্যাপারে তাঁদের অসুবিধার কথা বলেছেন। তিনি বলেন, বয়স্কদের ক্ষেত্রে কিছুটা সমস্যা লক্ষ্য করা গেছে। ভোটের পরিবেশ দিনভর নজরে রাখার বিষয়টি জানিয়ে সিইসি বলেন, নির্বাচন পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। প্রথমবারের মতো সিসি ক্যামেরা দিয়ে তদারকির ব্যবস্থা করা হয়েছে।'

-স্বচ্ছতার বিষয়ে তাঁরা আগে থেকেই শক্ত অবস্থানে ছিলেন জানিয়ে সিইসি বলেন, কোনো কেন্দ্রের ভোটকক্ষে অবাঞ্ছিত বা ডাকাত কাউকেও দেখা যায়নি। কয়েকটি কেন্দ্রে ভোটের সময় দুর্ভোগ ও কিছু মানুষের ইভিএমে ভোট দিতে সময় লেগেছে। এখনও পরিপূর্ণ মূল্যায়নের সময় হয়নি, কারণ অফিসিয়াল ফলাফল এখনও পাওয়া যায়নি।

'কুসিক ভোটে স্থানীয় এমপি বাহারের মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 'এটি পাস্ট অ্যান্ড ক্লোজ। এ নিয়ে আর কোনো মন্তব্য করব না।'
কুমিল্লা সিটিতে ৮০০ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। ঢাকায় বসে এসব ক্যামেরার ফুটেজ নজরদারি করা হলেও এতে কোনো ধরনের অপ্রীতিকর কিছু ধরা পড়েনি বলে জানিয়েছে ইসি। এদিন কুমিল্লার পাশাপাশি আরও পাঁচ পৌরসভার ভোটেও ৫০০টি সিসি ক্যামেরায় স্থানীয়ভাবে ও দূর থেকে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।'

কুসিক নির্বাচনে সিইসি উৎফুল্ল নন বেদনার্তও নন

-গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসিসহ অন্য কমিশনারদের জন্য নির্ধারিত স্ট্ক্রিনে ও ইসি সচিবালয়ের মনিটরিং সেন্টারে বসে ভোটের ওপর নজরদারি করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, পুরো নির্বাচন শতভাগ তাঁদের নজরে ছিল। ভোট খুব ভালো হয়েছে। কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, কেন্দ্রে সাংবাদিক, পর্যবেক্ষকসহ সবাই ভোট দেখেছেন।

'ইসি সচিবালয় থেকে সব ক্যামেরা পর্যবেক্ষণের কথা জানিয়ে ইসি সচিব হুমায়ুন কবীর বলেন, একসঙ্গে বসার উদ্দেশ্য হচ্ছে, যদি কোনো ধরনের কিছু নিয়ন্ত্রণের বাইরে ঘটে, সেটা কমিশন বসে সিদ্ধান্ত নেবেন।
সব মিলিয়ে ভোট ভালো হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, শুধু একটি জায়গায় কয়েকজন বহিরাগত ঘোরাঘুরি করেছিলেন। তাঁদের আটকে রাখা হয়েছে।'

-পৌনে এক কোটি টাকার সিসি ক্যামেরা :কুমিল্লা ও পাঁচ পৌরসভায় ১ হাজার ৩০০ সিসি ক্যামেরা ব্যবহার করতে কমিশনের প্রায় পৌনে এক কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৭৯৭টি এবং বাকি পৌরসভায় ছিল ৫০০টি। এসব সিসি ক্যামেরায় পুরো পরিস্থিতি ৪৮ ঘণ্টা তদারকির ব্যবস্থা রয়েছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত