প্রকাশ :
২৪খবর বিডি: 'স্বপ্নের পদ্মা সেতুকে শক্তি ও সাহসের প্রতীক' উল্লেখ করে পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীতিনির্ধারক ফোরাম সিনেট।'
'বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে সিনেট চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অভিভাষণ ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর এটি গৃহীত হয়।
'বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও সিনেট সদস্য অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ সর্বপ্রথম এটি প্রস্তাব করেন এবং সিনেট সদস্য অধ্যাপক ড. মো. আব্দুর রহিম ও অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া এটি সমর্থন করেন।'
-তিনি আরও বলেন, 'পদ্মাসেতু ছাড়াও মেট্রোরেল কর্ণফুলী টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুকেন্দ্রসহ মেগা প্রজেক্টসমূহও সম্পন্ন হওয়ার পথে। এসব মেগা প্রজেক্ট বাস্তবায়নে আমাদের আত্মত্মবিশ্বাস ও আত্মমর্যাদাকে নিঃসন্দেহে বৃদ্ধি করবে। আমরা অনেক গর্বিত ও অনেক উচ্ছ্বসিত। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশন থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ্মাসেতুসহ মেগা প্রজেক্টসমূহ বাস্তবায়নের জন্য অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর জন্য প্রস্তাব করছি।'
পদ্মা সেতু' বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন ঢাবি সিনেটের
'একইসঙ্গে সংসদ সদস্য ও ঢাবি সিনেট সদস্য মেহের আফরোজ চুমকি, দীপংকর তালুকদার ও আব্দুস সোবহান গোলাপও তাদের বক্তব্যের সময় এ প্রস্তাবের পক্ষে বক্তব্য পেশ করেন। অবশেষে এ প্রস্তাব গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।'