সর্বশেষ

পদ্মা সেতু' বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন ঢাবি সিনেটের

প্রকাশ :


২৪খবর বিডি: 'স্বপ্নের পদ্মা সেতুকে শক্তি ও সাহসের প্রতীক' উল্লেখ করে পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীতিনির্ধারক ফোরাম সিনেট।'

'বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে সিনেট চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অভিভাষণ ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর এটি গৃহীত হয়।

'বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও সিনেট সদস্য অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ সর্বপ্রথম এটি প্রস্তাব করেন এবং সিনেট সদস্য অধ্যাপক ড. মো. আব্দুর রহিম ও অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া এটি সমর্থন করেন।'

ধন্যবাদ প্রস্তাবে অধ্যাপক ছামাদ বলেন, দেশি-বিদেশি নানা যড়যন্ত্র, বিশ্বব্যাংকসহ অন্যান্য সংস্থার অসহযোগিতা এবং নানা প্রতিকূলতার মাঝেও প্রধানমন্ত্রী তার সিদ্ধান্তে অন্য থেকেছেন। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরীর ঘোষণা দেন। এমন বৈরী পরিস্থিতিতে হিমালয়ের মত অটল থেকে সিদ্ধান্ত গ্রহণ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব। কোটি বাঙালিকে যে স্বপ্ন তিনি দেখিয়ে ছিলেন তা তিনি বাস্তবায়িত করেছেন।

-তিনি আরও বলেন, 'পদ্মাসেতু ছাড়াও মেট্রোরেল কর্ণফুলী টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুকেন্দ্রসহ মেগা প্রজেক্টসমূহও সম্পন্ন হওয়ার পথে। এসব মেগা প্রজেক্ট বাস্তবায়নে আমাদের আত্মত্মবিশ্বাস ও আত্মমর্যাদাকে নিঃসন্দেহে বৃদ্ধি করবে। আমরা অনেক গর্বিত ও অনেক উচ্ছ্বসিত। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশন থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ্মাসেতুসহ মেগা প্রজেক্টসমূহ বাস্তবায়নের জন্য অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর জন্য প্রস্তাব করছি।'

পদ্মা সেতু' বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন ঢাবি সিনেটের

'একইসঙ্গে সংসদ সদস্য ও ঢাবি সিনেট সদস্য মেহের আফরোজ চুমকি, দীপংকর তালুকদার ও আব্দুস সোবহান গোলাপও তাদের বক্তব্যের সময় এ প্রস্তাবের পক্ষে বক্তব্য পেশ করেন। অবশেষে এ প্রস্তাব গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত