প্রকাশ :
২৪খবর বিডি: 'সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর পানি এখন বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহর রক্ষা বাঁধ হার্ড-পয়েন্ট এলাকাতেও বিপদসীমা ছুঁইছুঁই করছে যমুনা।'
-সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলেছেন, উজানের পানি বাড়ায় গত কদিন ধরে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার ছোট-বড় সব নদী এবং শাখা নদীর পানিও বাড়ছে।
'বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জ জেলার পরিচালন ও রক্ষণাবেক্ষন (পাউবো) শাখার উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, শনিবার সকাল ৬টায় জেলার হার্ড পয়েন্টে পানির যমুনার পানি ১২ ঘন্টায় ১৮ সেন্টিমিটার বেড়ে ১৩দশমিক ৩৫ মিটার উচ্চতায় রয়েছে, যা বিপদসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচে রয়েছে।'
সিরাজগঞ্জে বিপদসীমার উপর বইছে যমুনা নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
এছাড়া কাজিপুরে ১৫দশমিক ২৫মিটার উচ্চতায় রয়েছে যমুনার পানি।
'পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, জেলার এনায়েতপুরে যমুনার ভাঙ্গন শুরু হয়েছে।'