প্রকাশ :
২৪খবর বিডি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি আজ শুরু হয়েছে। আজ বিক্রি হচ্ছে ২৭শে এপ্রিলের টিকিট। সকাল ৮টায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারের সামনের লাইনে ভিড় করছেন টিকিট প্রত্যাশীরা। কমলাপুরে প্রতিটি কাউন্টারের সামনেই উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। * এবার কমলাপুরসহ পাঁচটি স্থানে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। এ ছাড়া কালোবাজারি বন্ধে টিকিট কেনার সময় যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে দেখাতে হবে। ' রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষে ছয়টি বিশেষ ট্রেন চালু করা হবে। সেগুলো হচ্ছে- চাঁদপুর স্পেশাল দুই জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল এক জোড়া, শোলাকিয়া স্পেশাল দুই জোড়া, খুলনা স্পেশাল এক জোড়া। এসব ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে না। ' উল্লখ্য , ঈদের সম্ভাব্য দিন আগামী ৩রা মে ধরে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে আজ। সে হিসাবে আজ (২৩ এপ্রিল) দেয়া হচ্ছে ২৭ এপ্রিলের টিকিট, ২৪শে এপ্রিল দেয়া হবে ২৮শে এপ্রিলের টিকিট, ২৫শে এপ্রিল দেওয়া হবে ২৯শে এপ্রিলের টিকিট, ২৬শে এপ্রিল দেওয়া হবে ৩০শে এপ্রিলের টিকিট এবং ২৭শে এপ্রিল দেওয়া হবে ১লা মের টিকিট। ' আর ৩রা মে ঈদ হলে ২৮শে এপ্রিল বিক্রি করা হবে ২রা মের ট্রেনের টিকিট। '