সর্বশেষ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে নানান আয়োজন

লামিয়া খন্দকার / নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি /

প্রকাশ :


২৪খবর বিডি: গতকাল সকালে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলে যায় দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগের পথ। বাঙালির গর্বের এ সেতু উদ্বোধন উপলক্ষে  সারাদেশের মত নজরুল বিশ্ববিদ্যালয়েও আয়োজিত হয় নানান অনুষ্ঠান। 

এর মধ্যে সকাল ১০ টায় ভার্চুয়াল কনফারেন্স কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হয় । এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র‍্যালি বের হয় সকাল ১১.০০ টায়।তারপর বেলা ১২.০০ টায় "স্বপ্নের পদ্মা সেতু: উন্মোচিত হলো নতুন সম্ভাবনার দ্বার" শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সবশেষে  বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে নানান আয়োজন 

'এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. শেখ সুজন আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ;কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।'

উল্লেখ্য, এসবের নেপথ্যে প্রধান পৃষ্টপোষকের ভূমিকায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত