সর্বশেষ

পদ্মা সেতুর সমালোচনাকারীদের মুখে চুনকালি পড়েছে সংসদের অধিবেশনে রওশন এরশাদ

প্রকাশ :


/ সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ /

২৪খবর বিডি: 'পদ্মা সেতু নিয়ে সমালোচনাকারীদের মুখে চুনকালি পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি বলেছেন, এটা নিয়ে অনেক সমালোচনা ছিল। স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।'

'বুধবার সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন রওশন এরশাদ। এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।'

প্রায় এক বছর পরে সংসদের অধিবেশনে যোগ দিয়ে বসে বক্তৃতা করেন রওশন এরশাদ। চিকিৎসা শেষে সাত মাস পর গত সোমবার থাইল্যান্ড থেকে দেশে ফেরেন তিনি। গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে দেশটিতে নেওয়া হয়। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা চলে।

'ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে এর আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৪ দিন ছিলেন তিনি। তিনি বলেন, গত বছরের আগস্ট থেকে আমি অসুস্থ ছিলাম। সুস্থ হয়ে ফিরে এসেছি।'

পদ্মা সেতুর সমালোচনাকারীদের মুখে চুনকালি পড়েছে সংসদের অধিবেশনে রওশন এরশাদ

'পদ্মা সেতু উদ্বোধনের জন্য সরকারপ্রধানকে ধন্যবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়। পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদার প্রতীক। এটা নিয়ে অনেক সমালোচনা ছিল। স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।'

'রওশন এরশাদ বন্যা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। আগামী ৪ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য রওশনের আবার ব্যাংকক যাওয়ার কথা রয়েছে।'

 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত