প্রকাশ :
২৪খবর বিডি: 'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের দলে নেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজকে। এছাড়া ইনজুরিতে টেস্ট সিরিজে খেলতে না পারা তাসকিন আহমেদ ফিরেছেন।'
'মেহেদি মিরাজ জাতীয় দলের হয়ে ২০১৮ সালের ডিসেম্বরে সর্বশেষ টি-২০ খেলেছেন। এরপর টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। কিন্তু তাকে টি-২০ ফরম্যাটের জন্য বিবেচনা করা হয়নি। দলে ইনজুরির ধাক্কা লাগায় ফেরানো হয়েছে তাকে। '
'বাংলাদেশ আগামী ২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ খেলবে। পরদিনই খেলবে সিরিজের দ্বিতীয় টি-২০। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ডমিনিকায়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দীর্ঘদিন পর টি-২০ দলে মিরাজ, ফিরলেন তাসকিন
শেষ টি-২০ ম্যাচ মাঠে গড়াবে ৭ জুলাই গায়ানায়। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় রাত সাড় ১১টায় অনুষ্ঠিত হবে।'
''বাংলাদেশের টি-২০ দল: মাহমুদুল্লাহ, মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি মিরাজ, শেখ মাহেদি, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।''