সর্বশেষ

ডিপিএল সুপার লীগ খেলবেন সাকিব

প্রকাশ :


২৪খবর বিডি : পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেললেও ওয়ানডে সিরিজ খেলেছেন সাকিব আল হাসান। রয়েছেন বাংলাদেশে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা সিরিজেও। টাইগারদের দুই সিরিজের মধ্যেই চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) পঞ্চদশ আসর। সাকিবের পূর্ণ সার্ভিস না পাওয়ার শঙ্কায় তাকে ভেড়ায়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি দল। এবার লঙ্কা সফরকে সামনে রেখে প্রস্তুতি সারতে দেশে ফিরেছেন সাকিব। ঢাকা প্রিমিয়ার লীগে খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে। *আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সফরকে সামনে রেখে যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে দেশে ফিরেছেন সাকিব। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি সারতে ডিপিএলের সুপার লীগ পর্বের চারটি ম্যাচ খেলবেন তিনি। * হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দনে সাংবাদিকদের সাকিব বলেন, ‘একদম হঠাৎ করে সিদ্ধান্ত নেয়া। এক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু ভাবলাম একটা সুযোগ আছে খেলার; সামনে শ্রীলঙ্কা সিরিজও আছে। এখন যদি কয়েকটা ম্যাচ খেলতে পারি, তাহলে আমার জন্য প্রস্তুতিটা ভালো হবে। সাকিব বলেন, ‘অনেক দিনের একটা বিরতি পড়ে গেলো। এক মাসের মতো আমি ক্রিকেট খেলিনি। তাই সুপার লীগের এই চারটি ম্যাচ খেলতে পারলে খেলার মধ্যে আসার একটা সুযোগ হবে। সেজন্যই সুযোগটা নেয়া।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত