সর্বশেষ

আমরা এভাবে কখনও ভাবিনি যেন ধনীরা আরও ধনী হোক: প্রধানমন্ত্রী

প্রকাশ :


/ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী /

২৪খবর বিডি: 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের উন্নয়নের পরিকল্পনা একেবারে তৃণমূল থেকে। আমরা এভাবে কখনও ভাবিনি যেন ধনীরা আরও ধনী হোক। আমি নিজে যাদের দেখেছি গায়ে কাপড় নেই। মনে হয় যেন একেকটা কঙ্কাল হাঁটছে। তাদের ভাগ্যের পরিবর্তন করাটাই ছিল আমাদের লক্ষ্য।'

'রোববার মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং ‘বার্ষিক কর্মসম্পাদন পুরস্কার ২০২২’ ও ‘শুদ্ধচার পুরস্কার ২০২২’ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।'

-প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে আমাদের ইশতেহার থাকে। আমরা সেই ইশতেহার অনুযায়ী কাজ করি। আমাদের লক্ষ্যটা হলো আমরা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা রাজনীতি করি, আমাদের দল আছে।

আমরা এভাবে কখনও ভাবিনি যেন ধনীরা আরও ধনী হোক: প্রধানমন্ত্রী

''শেখ হাসিনা বলেন, উন্নত দেশগুলো করোনা টিকা বিনা পয়সায় তাদের জনগণকে দেয়নি। কিন্তু আমরা দিয়েছি। আমরা বিনাপয়সায় সবাইকে করোনা টেস্ট ও ভ্যাকসিন দিয়েছি। বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। আমি আশা করি, সবাই এ ভ্যাকসিন নেবেন।''

'এ সময় মুজিব বর্ষের গৃহনির্মাণ কর্মসূচির বাস্তবায়নের সঙ্গে জড়িতদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত