সর্বশেষ

যানজট এড়াতে মহাসড়কের পাশে পশুর হাটের পরিসর যেন না বাড়ে: কাদের

প্রকাশ :


/ ওবায়দুল কাদের /

২৪খবর বিডি: 'যানজট এড়াতে মহাসড়কের পাশে যেসব কোরবানি পশুর হাট রয়েছে, সেগুলোর পরিসর যাতে কোনোভাবেই বেড়ে না যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জরুরি এবং রফতানি পণ্য ছাড়া ট্রাক-কাভার্ড ভ্যান নির্দিষ্ট সময়ের জন্য চালনা বন্ধ রাখারও আহ্বান জানান তিনি।'

'শুক্রবার (৮ জুলাই) মন্ত্রী তার বাসভবনে ব্রিফিংকালে এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, 'এবারের ঈদে সরকারি ছুটি কম। তাই একই সময় লাখ লাখ মানুষ নাড়ির টানে গ্রামে যাচ্ছে, পাশাপাশি পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহু মানুষ এবার গ্রামে যাওয়ার অভিযাত্রায় সামিল হয়েছে।' এমন পরিস্থিতিতে যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাবধানতার সাথে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান।'

-'জীবনের প্রতি মায়া রেখে, জীবনের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে' মহাসড়কে নিয়ম মেনে যাতায়াত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, 'অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সবাইকে নিরাপদে থাকতে হবে।' এবারের ঈদযাত্রায় করোনার ক্রমবর্ধমান সংক্রমণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, 'সামান্য উদাসীনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তাই পরিবহনে, ঈদের ছুটিতে ও ফিরতি যাত্রায় মাস্ক পরিধান এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।'

যানজট এড়াতে মহাসড়কের পাশে পশুর হাটের পরিসর যেন না বাড়ে: কাদের

-ওবায়দুল কাদের জানান, 'কোরবানির পশুবাহী গাড়ি ধীরে চলায় এবং পথিমধ্যে নষ্ট হওয়ায় কোথাও স্বল্প সময়ের জন্য যানজট ধীরগতি হচ্ছে। এ জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গাড়ির চাকা সচল রাখার চেষ্টা করা হচ্ছে।'

'হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, পরিবহন, মালিক-শ্রমিকসহ সকলকে নিজ নিজ প্রয়াস জোরদারের মাধ্যম ঈদ যাত্রা নির্বিঘ্ন করারও আহ্বান জানান তিনি।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত