সর্বশেষ

ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

প্রকাশ :


২৪খবর বিডি: 'ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজাহার ৩টি জামাতে দশ সহস্রাধিক মুসল্লি নামাজ আদায় করছেন এই মসজিদে। রোববার ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ।'

এরপর দ্বিতীয় জামাত হয় সকাল ৭টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাত হয় সকাল সাড়ে ৮টায়, ইমামতি করেন বাগেরহাট শহরের সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

'এ সময় মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন।'

ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

'বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম বলেন, প্রতিবছরের মতো এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদজামাত ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। তিনটি জামাতে দশ হাজারের বেশি মুসল্লি শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন।'

 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত