প্রকাশ :
২৪খবর বিডি: 'কোরবানির ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষেরা। দেশের বিভিন্ন রুটে চলাচল করা দূরপাল্লার গণপরিবহনে গতকাল রাত থেকে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ লক্ষ করা গেছে। আজ মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকে ঢাকায় ফেরা লোকজনের উপস্থিতি চোখে পড়ার মতো। রেল ও নৌপথেও অনেকে ঢাকায় ফিরছেন।'
-সায়েদাবাদে সুগন্ধা পরিবহনে টিকিট বিক্রেতা শহিদুল ইসলাম জানান, দক্ষিণ বঙ্গের যাত্রী পরিবহন করছেন তারা। সকালে ঢাকায় আসা যাত্রীর সংখ্যা বেড়েছে।
/ রাজধানীতে ফিরছে মানুষ /
-সোহাগ পরিবহনের আবু হেনা জানিয়েছেন, চট্টগ্রাম ও সিলেট থেকে আসা তাদের পরিবহনগুলো পূর্ণ যাত্রী নিয়ে এসেছে।
'মহাখালীর বাস টার্মিনালে থাকা এনা পরিবহনের কাউন্টারের তত্ত্বাবধায়ক ২৪খবর বিডিনকে জানান, উত্তরবঙ্গ থেকে তাদের ছেড়ে আসা গাড়িগুলোতে যাত্রীদের চাপ বেড়েছে। বিশেষ করে চাকরিজীবী যাত্রীদের উপস্থিতি সবচেয়ে বেশি মনে হয়েছে।
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ
বগুড়া থেকে ঢাকায় আসা ব্যাংকার আব্দুর রহমান জানান, ছুটি শেষ হওয়ায় ঈদের পরদিনই ঢাকায় ফিরতে হয়েছে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে এখন শুরু হবে কর্মব্যস্ততা। এইতো জীবন আমাদের, প্রতিবারই এমন হয়। এসব এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে।'
-বরিশাল থেকে লঞ্চে ঢাকায় ফেরা একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বাসেত মিয়া জানান, চার দিন ছুটি পেয়েছিলেন, যা গতকাল শেষ হয়েছে। সে জন্য গতকাল সন্ধ্যায় বরিশাল থেকে লঞ্চে ওঠে সকালে ঢাকায় পৌঁছান।