সর্বশেষ

বহুতল ভবনসহ সকল অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ শেখ তাপসের

প্রকাশ :


/ বুড়িগঙ্গার আদি চ্যানেলে আকস্মিক পরিদর্শনে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস /

২৪খবর বিডি: 'বুড়িগঙ্গার আদি চ্যানেল পুনরুদ্ধারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত সীমানা নির্ধারণ কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করতে আকস্মিক পরিদর্শনে গিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।'

-পরিদর্শনকালে তিনি একটি ১০তলা ভবনের অংশবিশেষ ও খাল দখল করে গড়ে তোলা অন্যান্য বহুতল ভবন, ভবনের দেয়াল ও স্থাপনা ভাঙার নির্দেশ দিয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে বুড়িগঙ্গার আদি চ্যানেলের কালুনগর স্লুইসগেট ও সংলগ্ন এলাকায় অনির্ধারিত পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন মেয়র।

'খালের মধ্যে নবনির্মিত একটি ১০তলা ভবনের শিয়ার ওয়াল থাকায় বিস্ময় প্রকাশ করে মেয়র শেখ তাপস বলেন, খালের মধ্যে শিয়ার (Shear) ওয়াল দিছে! খালের মধ্যে তো শিয়ার ওয়াল হবে না। খালের জায়গা ছেড়ে শিয়ার ওয়াল হবে। এরপর তার ভবন হবে। তিনি তো খালের মধ্যে শিয়ার ওয়াল দিছেন। পুরা ভাঙা যাবে। এটা বন্ধ করে বড় কিছু (যন্ত্রপাতি) আনেন, ভাঙা আরম্ভ করেন।'

-পরিদর্শনকালে দক্ষিণের মেয়র খালের মুখের (কালুনগর স্লুইসগেট এলাকা) প্রশস্ততা কত ফুট জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ৩১৫ ফুট বলে অবগত করেন। পরে মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সীমানার মধ্যে থাকা সব অবৈধ দখল মুক্ত করার নির্দেশ দেন।

বহুতল ভবনসহ সকল অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ শেখ তাপসের

'পরিদর্শনকালে অন্যদের মধ্যে সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, কাউন্সিলরদের মধ্যে ২৪নং ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ৫৫নং ওয়ার্ডের মো. নুরে আলম ও সংরক্ষিত আসনের নিলুফার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত