সর্বশেষ

বিশ্বে করোনার সংক্রমণ আবার বাড়ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশ :


২৪খবরবিডি: 'বিশ্বে করোনার সংক্রমণ আবার বাড়ছে। কারণ, ভাইরাসটি ক্রমাগত তার রূপ পরিবর্তন করে চলছে। ভাইরাসটি বেশ চতুর হয়ে উঠছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনাবিষয়ক এক বিশেষ দূত এসব কথা বলেছেন।' খবর স্কাই নিউজের।

'ডব্লিউএইচওর কোভিড-১৯ বিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারো বৃহস্পতিবার স্কাই নিউজকে একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকার তিনি বলেন, করোনার সংক্রমণ আবার বাড়ার কারণ হলো ভাইরাসটির ক্রমাগত রূপ বদল। আর ভাইরাসটি বেশ চতুর হয়ে উঠছে।'

-নাবারো বলেন, 'এটা আমাদের রোগ প্রতিরোধব্যবস্থা ভেঙে ফেলতে পারছে। আর এ কারণেই সংক্রমণের সংখ্যা আবার বাড়ছে।' করোনাভাইরাসকে অবহেলা-অবজ্ঞা না করার আহ্বান জানিয়েছেন নাবরো। তিনি বলেন, করোনার বিস্তারের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করার বিষয়টি মানুষ অনেকটাই বন্ধ করে দিয়েছে। যেমন লোকজনকে এখন আর মাস্ক পরতে দেখা যাচ্ছে না; যা সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখছে।

বিশ্বে করোনার সংক্রমণ আবার বাড়ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

-ডব্লিউএইচওর বিশেষ দূত বলেন, 'সবার জন্য আমার পরামর্শ হলো, ভাইরাসটি চলে যায়নি। ভাইরাসে এখন হয়তো বেশি মানুষের মৃত্যু হচ্ছে না, কিন্তু এটা সত্যিই অপ্রীতিকর, বিশেষ করে যদি কেউ দীর্ঘ করোনায় সংক্রমিত হয়।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত