সর্বশেষ

তামিমের আউটের পর টেনশনে বোর্ড প্রধানকে ফোন করেন ক্রীড়াপাগল প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশ :


/ প্রধানমন্ত্রী শেখ হাসিনা /

২৪খবরবিডি: 'এমনিতেই ক্রীড়াপাগল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে ক্রিকেটের প্রতি তার টান খানিকটা বেশিই। নানা ব্যস্ততার পরও বাংলাদেশে ম্যাচ হলেই টিভি সেটের সামনে বসে পড়েন তিনি। এইতো শনিবার শেষ ম্যাচে তামিম আউট হতেই দুঃচিন্তায় বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনকে ফোন দিয়ে ম্যাচের পরিস্থিতি জানার চেষ্টা করেন। ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত দুঃচিন্তায় নির্ঘুম রাত কাটিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে হতাশ হতে হয়নি, তামিমরা স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেই মাঠ ছেড়েছে।'

'শনিবার ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ তৃতীয় ওয়ানডে ম্যাচটি রাত জেগে দেখেছেন শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে ম্যাচ শেষ হয় ৩টায়। রাত জেগে প্রধানমন্ত্রী শুধু খেলাই দেখেননি, উৎকণ্ঠায় বারবার ফোন দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে।'

'রবিবার (১৭ জুলাই) বিসিবির পঞ্চম বোর্ডসভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান বোর্ড প্রধান। তিনি বলেন, 'জয়সূচক শট যখন খেললো, রানটা যখন নিলো, যতটুকু মনে পড়ে তখন রাত পৌনে তিনটা বাজে। সাথে সাথে ফোন করলেন (প্রধানমন্ত্রী)। বললেন, 'এই ভালো খেলছে তো…।' আমি বললাম, 'আপনি এত রান পর্যন্ত জেগে আছেন?' তিনি (প্রধানমন্ত্রী) বললেন, 'আমি চিন্তায় ঘুমাতে পারিনি।'

-লিটন দাসের সঙ্গে ৫০ রানের জুটির পর তামিম ইকবাল আউট হয়ে গেলে প্রধানমন্ত্রী চিন্তায় পড়ে যান। তামিমের ব্যাট থেকে আসে ৩৪ রান। এ সময় প্রধানমন্ত্রী ফোন দেন বোর্ড প্রধানকে, 'তামিম আউট হয়ে যাওয়ার পরপর মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেন। তিনি খুব টেন্সড। তামিম আউট হয়ে গেলো। তো যাই হোক, আমি বললাম, 'অসুবিধা নেই, জিতবো ইনশাআল্লাহ। আপনি কোনও চিন্তা কইরেন না।'

তামিমের আউটের পর টেনশনে বোর্ড প্রধানকে ফোন করেন ক্রীড়াপাগল প্রধানমন্ত্রী

-শুধু গতকালকের (শনিবার) ম্যাচেই নয়, এর আগেও খেলার সময় বিভিন্নবার বিসিবি সভাপতিকে ফোন করে খোঁজ-খবর জানতে চাইতেন প্রধানমন্ত্রী। জয়ের পর ক্রিকেটারদের সঙ্গে মুঠোফোনে কথা বলার অতীত রেকর্ডও আছে। বোর্ড প্রধান পরিচালককে বিষয়টি উল্লেখ্য করে বলেছেন, 'এটাই আমি বোর্ড মেম্বারদের বলছিলাম, অবিশ্বাস্য। উনি এত ব্যস্ত থাকেন। তারপরও রাত জেগে খেলাগুলো দেখছেন…।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত