সর্বশেষ

আবারও ১১ দিনের মাথায় কমল স্বর্ণের দাম

প্রকাশ :


 

২৪খবরবিডি: '১১ দিনের মাথায় স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে বাংলাদেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।'

-রোববার বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল সোমবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলেও জানিয়েছে সমিতি। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৭ হাজার ২১৬ টাকা, যা এতদিন ৭৮ হাজার ৩৮২ টাকায় বিক্রি হয়েছে।

'ভালো মানের পাশাপাশি সব ধরনের স্বর্ণের দাম কমানো হয়েছে। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৭৫৮ থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দামও এক হাজার ১১৬ টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়েছে, , যা আগে ছিল ৭৪ হাজার ৮৮২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ৬৩ হাজার ২১৮ টাকা, যা আগে ছিল ৬৪ হাজার ১৫২ টাকা। এই মানের সোনার দাম কমেছে ভরিতে ৯৩৪ টাকা।'

-এদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫২ হাজার ৭২১ টাকা, যা আগে ছিল ৫৩ হাজার ৪৭৯ টাকা। এই মানের সোনার দাম ভরিতে কমেছে ৭৫৮ টাকা।

আবারও ১১ দিনের মাথায় কমল স্বর্ণের দাম

'স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের দামই বহাল রয়েছে। বাজুস জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য এক হাজার ৫১৬ টাকাই থাকছে। অন্যদিকে ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।'

-এর আগে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম নিম্নমুখী এবং আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে দাম কমার প্রেক্ষিতে গত ৬ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেবারও প্রতি ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। ১১ দিনের মাথায় ফের ভরিতে একই পরিমাণ দাম কমানো হলো।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত