প্রকাশ :
২৪খবরবিডি: 'সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার ঘটনায় দায়ের করা মামলায় বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির মালিকসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।'
'সোমবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির এ আদেশ দেন। তৎকালীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলের বিরুদ্ধে দীপ্ত টিভিতে সংবাদ পরিবেশন করায় ছয় বছর আগে মামলাটি দায়ের করা হয়েছিল।'
-এই মামলায় কারাগারে পাঠানো আসামিরা হলেন- কাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও আনিসুর রহমান।
'সানোয়ারা গ্রুপের মামলা পরিচালনাকারী আইনজীবী ও চট্টগ্রাম জেলার পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে বাদিপক্ষের বক্তব্য আমলে নিয়ে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আমরা আদালতের আদেশে খুশি।'
বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির মালিকসহ চারজন কারাগারে
-২০১৬ সালের ১৬ ও ২২ মার্চ দীপ্ত টিভিতে তৎকালীন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবর রহমানকে নিয়ে দীপ্ত টিভিতে সংবাদ পরিবেশন করা হয়। প্রচারিত ওই সংবাদে মন্ত্রী ও তার ছেলের সম্মানহানির অভিযোগ তুলে ২০১৬ সালের ৫ এপ্রিল তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় চকবাজার থানায় মামলাটি করা হয়। মামলার বাদী সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।
'মামলায় দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও চট্টগ্রাম অফিসের প্রতিবেদক রুনা আনসারীসহ সাত জনকে আসামি করা হয়।'