প্রকাশ :
২৪খবরবিডি: 'ছয় বছর আগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের এক মামলায় জামিন পেয়েছেন কাজী ফার্মস গ্রুপ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান। তবে এই মামলায় একই দিন সকালে তাকেসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন চট্টগ্রামের এক আদালত।'
'সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, সকালে চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। বিকেলে আসামিপক্ষ স্পেশাল পিটিশন দাখিল করে শুনানি করেন। শুনানি শেষে অসুস্থতা ও বয়স বিবেচনায় কাজী জাহেদুল হাসানকে ১০ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছেন আদালত।'
-পিপি জানান, চার আসামি উচ্চ আদালতে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু উচ্চ আদালত তাদের ছয় সপ্তাহের মধ্যে সাইবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী তারা সোমবার আত্মসমর্পন করে জামিন আবেদন করলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠান আদালত। কিন্তু বিকেলে স্পেশাল পিটিশনের ওপর শুনানি শেষে আদালত কাজী জাহেদুল হাসানের জামিন আবেদন মঞ্জুর করেন।
'প্রথমে কারাগারে পাঠানোর নির্দেশ', পরে জামিন দীপ্ত টিভির মালিকের
-আদালত সূত্র জানিয়েছে, '২০১৬ সালের ১৬ ও ২২ মার্চ দীপ্ত টিভিতে তৎকালীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবর রহমানকে নিয়ে একটি সংবাদ প্রচারিত হয়। ওই সংবাদে তাদের সম্মানহানি হওয়ার অভিযোগ তুলে একই বছরের ৫ এপ্রিল তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় একটি মামলা হয়। নুরুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম মামলাটি দায়ের করেন।'
'মামলায় দীপ্ত টিভির এমডি কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও চট্টগ্রাম অফিসের প্রতিবেদক রুনা আনসারীসহ সাত জনকে আসামি করা হয়। এ মামলাতেই সোমবার আদালতে আত্মসমর্পন করেন কাজী জাহিদ হাসানসহ চারজন।'