সর্বশেষ

গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

প্রকাশ :


২৪খবরবিডি: 'দীর্ঘ ২৪ বছরের বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।'

'মুনিরুজ্জামান ২৪খবরবিডিকে বলেন, ‌'হাসপাতালটি থেকে দীর্ঘ ২৪ বছরের হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়নি। যার পরিমাণ ২ কোটি ৪০ লাখ টাকা। তিনি বলেন, ‌'আমরা ওখানে যাওয়ার পরে চেকের মাধ্যমে ১০ লাখ টাকা পরিশোধ করে। বাকি টাকার বিষয়ে তারা পরে জানাবেন।'

গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

মুনিরুজ্জামান আরও বলেন,  'হাসপাতালটি দুই তলা ছিল। পরে এটি সাত তলা এবং তারও পরে ১০ তলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়। কিন্তু এর কোনও কর অ্যাসেস করা হয়নি। সেই হিসেবে কর আরও বাড়বে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত