প্রকাশ :
২৪খবরবিডি: 'নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা পুনরাবৃত্তি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'আমরা পরিষ্কারভাবে বলেছি, বারবার বলেছি এবং আজও একই কথার পুনরাবৃত্তি করতে চাই, যে আমরা এই সরকারের অধীনে কোনও নির্বাচনে যাবো না।' শুক্রবার (২২ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত বিএনপির মিডিয়া সেলের এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে দলটির বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
-বিএনপির মহাসচিব বলেন, 'আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কারভাবে বলেছেন, সেই নির্বাচনে আমরা যদি জয়ী হয়ে আসতে পারি, আন্দোলনে অংশগ্রহণকারী সব দল নিয়ে জাতীয় সরকার গঠন করবো। সেই সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সব সমস্যা চিহ্নিত করে সমাধানের পথে এগিয়ে যাবে, যে পথে জনগণের মুক্তি আসবে।'
'জ্বালানির ব্যবস্থা না করেই সব বিদ্যুৎ প্ল্যান্ট করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন,' আজ তারা কোনও উৎপাদন না করেই হাজার হাজার কোটি টাকা আমাদের কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে। সংবাদমাধ্যমে এসেছে, গত ৯ মাসে ১৭ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এসব প্ল্যান্টকে। আজ গ্যাসের অভাবের কথাও বলা হচ্ছে বেশি। বলা হচ্ছে গ্যাস নেই, সেই কারণেই এই সংকট তৈরি হচ্ছে। তাহলে নিজেদের গ্যাস উত্তোলনের ব্যবস্থা না করে কেন আমদানির দিকে ঝুঁকে এই বিনিয়োগগুলো করলেন?'
নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি:ফখরুল
-বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান; চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম; মিডিয়া সেলের সদস্য শাম্মী আখতার, রুমিন ফারহানা, কাদের গণি চৌধুরী, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, শায়রুল কবির খান প্রমুখ।