সর্বশেষ

যৌন নির্যাতনের ঘটনা,চবির আবাসিক হলে ১০০ পুলিশের ঘণ্টাব্যাপী অভিযান

প্রকাশ :


২৪খবরবিডি: 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রকে ধরতে আবাসিক হলে অভিযান চালিয়েছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পুলিশের প্রায় ১০০ সদস্যের ঘণ্টাব্যাপী অভিযানেও তাকে আটক করা যায়নি। শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টা থেকে ২টা পর্যন্ত শাহ আমানত হলে এই অভিযান চালানো হয়। এ সময় প্রক্টরিয়াল বডির নেতৃত্বে হাটহাজারী থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা অংশ নেন।'

-বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। তিনি ২৪খবরবিডিকে বলেন, ‘সন্দেহভাজন একজন হলে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে কাউকে আটক করা যায়নি।’

বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

তিনি বলেন, 'আমরা ইতোমধ্যে দুই জন জড়িতকে শনাক্ত করেছি। তারা হলো ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহেদি হাসান হৃদয় ওরফে বান্টি ও ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ আজিম হোসেন। তাদের আটক ও অন্যদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।'-তবে এর আগেই শুক্রবার রাতে র‍্যাব এই দুই জনকে গ্রেফতার করেছে বলে খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে প্রক্টর বলেন, 'তাদেরকে গ্রেফতার বা আটক করার বিষয়ে কেউ কোনও তথ্য জানায়নি।'

-চবি ছাত্রীকে যৌন নির্যাতনে জড়িত ২ জন শনাক্ত: পুলিশ

এ বিষয়ে র‍্যাব-৭ এর কোনও বক্তব্য পাওয়া যায়নি।-প্রসঙ্গত, গত রবিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের কাছে যৌন নির্যাতনের শিকার হন এক ছাত্রী। পরদিন সোমবার প্রক্টর বরাবর মৌখিকভাবে ও মঙ্গলবার লিখিতভাবে অজ্ঞাত পাঁচ জনের নামে অভিযোগ দেন তিনি। বুধবার হাটহাজারী থানায় একটি মামলাও দায়ের করা হয়। ওই দিনই ছাত্রীদের আবাসিক হলে রাত ১০টার মধ্যে প্রবেশের সময়সীমা নির্ধারণ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে।

যৌন নির্যাতনের ঘটনা,চবির আবাসিক হলে ১০০ পুলিশের ঘণ্টাব্যাপী অভিযান

-ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় চবি শিক্ষক সমিতির উদ্বেগ

'বিক্ষোভ থেকে চার দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করা, অকার্যকর যৌন নিপীড়ন সেল কার্যকর করা, রাত ১০টার মধ্যে হলে প্রবেশের নির্দেশ বাতিল করা ও চার কর্মদিবসের মধ্যে চলমান সব হয়রানির ঘটনার বিচার করা।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত