সর্বশেষ

'বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি'

প্রকাশ :


২৪খবরবিডি: 'বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (৩০ জুলাই) বিকালে রাজধানীর বিজয় সরণিতে সামরিক জাদুঘরে পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতিকে স্বাগত জানান।'

তিনি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের স্থাপনাসহ বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এরপর রাষ্ট্রপতি সামরিক জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। মুক্তিযুদ্ধের ইতিহাসসহ জাদুঘরে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য তুলে ধরা হয়েছে। এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন যানবাহন এবং  সামরিক বাহিনীর বিভিন্ন অস্ত্রশস্ত্র ও উপকরণ সংরক্ষিত রয়েছে।

'বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি'

'সংসদ সদস্য রেজোয়ান আহম্মদ তৌফিকসহ রাষ্ট্রপতির পরিবারের সদস্য এবং রাষ্ট্রপতির সচিবরা এসব উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতি তোষাখানাও পরিদর্শন করেন।'

'পরে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রাঙ্গণে লাইট অ্যান্ড সাউন্ড ডিসপ্লে উপভোগ করেন এবং পরিদর্শন বইয়ে সই করেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত