প্রকাশ :
২৪খবরবিডি: 'প্রথম ভারতীয় হিসেবে চলতি বছর ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন গীতাঞ্জলি শ্রী। তার সম্মাননায় শনিবার (৩০ জুলাই) আগ্রায় এক সংবর্ধনার আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। আয়োজকরা জানিয়েছেন, তার বই 'রেত সামাধিতে' হিন্দু দেবতা শিব এবং পার্বতীকে নিয়ে আপত্তিকর মন্তব্যে অভিযোগ দায়ের করেছেন উত্তর প্রদেশের এক ব্যক্তি। এমন পরিস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন থেকে শেষ মুহুর্তে সরে আসেন আয়োজকরা।'
-চলতি সপ্তাহের শুরুতে বইয়ের কিছু বিষয়ে আপত্তি তুলে অভিযোগ তুলেছেন উত্তর প্রদেশের হাতরাসের বাসিন্দা সন্দীপ কুমার পাঠক। তার অভিযোগ, বইটিতে হিন্দু দেবতা শিব ও পার্বতী সম্পর্কে 'আপত্তিকর মন্তব্য' রয়েছে। এ নিয়ে একটি পুলিশের কাছ এফআইআর দাখিল করতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এবং রাজ্যের পুলিশ প্রধানকে এক টুইট বার্তায় আহ্বান জানিয়েছেন সন্দীপ পাঠক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজকরা। তবে পুলিশ বলছে, এফআইআর দায়ের করার আগে তারা ‘রেত সামাধি’ বইটি ভালোভাবে একবার পড়তে চান।
ইন্টারন্যাশনাল বুকারজয়ী গীতাঞ্জলি শ্রী'র বই নিয়ে অভিযোগ, সম্মাননা অনুষ্ঠান বাতিল
'ঘটনাটি ইতোমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে ভারতে। লেখক গীতাঞ্জলি শ্রী আয়োজকদের জানিয়ে দিয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন এবং আপাতত কোনও অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী নন। গীতাঞ্জলি গত বুধবার (২৭ জুলাই) আয়োজকদের বলেন, স্থানীয় সংবাদমাধ্যমে বিষয়টি এসেছে। কিছু বিরোধী পক্ষ দিল্লির জওহরাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানটি ভেস্তে দেওয়ার চেষ্টা করেছেন।'
-তিনি আরও বলেন, 'আমার উপন্যাসটিকে জোর করে রাজনৈতিক বিতর্কে টেনে নেওয়ার চেষ্টা চলছে। উপন্যাসের রেফারেন্সগুলো ভারতীয় পুরাণের অবিচ্ছেদ্য অংশ। আর যারা এখন এর বর্ণনা নিয়ে ঘোর আপত্তি তুলছেন, তাদের উচিত আদালতে চ্যালেঞ্জ করা'। স্ক্রলের প্রতিবেদনে এসেছে, সাংস্কৃতিক সংগঠন রঙ্গেলা ও আগ্রা থিয়েটার ক্লাব সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা করেছিল। অনুষ্ঠানটি শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় আগ্রার ক্লার্কস শিরাজ হোটেলে হওয়ার কথা ছিল।-খবর স্ক্রল ডট ইনের