প্রকাশ :
২৪খবরবিডি: 'বাংলাদেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ঢাকায় পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকায় পৌঁছায় চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ।'
'আগামীকাল রোববার সকালে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বৈশ্বিক আলোচনা: ঢাকায় পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
'রোববার দুপুরের মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে।'
-সূত্র জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রীর এবারের সফরে আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনীতির বিষয়গুলো গুরুত্ব পাবে। বর্তমান বিশ্বের পরিবর্তিত প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিষয়গুলোতে বাংলাদেশকে পাশে চাইবে চীন। এক্ষেত্রে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতি অনুসরণ করে যতটুকু চীনের পাশে থাকা যায়, সেই চেষ্টাই করবে।