প্রকাশ :
২৪খবরবিডি: 'খাদ্যশস্য ও সূর্যমুখী বোঝাই আরও চারটি জাহাজ ইউক্রেন বন্দর ছেড়ে গেছে নিরাপদ নৌ-করিডর দিয়ে। রবিবার এই জাহাজগুলো বন্দর ছাড়ে। রাশিয়ার অবরোধের কারণে ইউক্রেনে লাখ লাখ টন খাদ্যশস্য আটকা পড়ে আছে।'
রবিবার ছেড়ে যাওয়া ইউক্রেনের জাহাজের গন্তব্য ইতালি ও চীন। এদিন আরও একটি খালি জাহাজ ইউক্রেনের বন্দরে ভিড়েছে।
খাদ্যশস্য নিয়ে ইউক্রেনের বন্দর ছেড়েছে আরও ৪ জাহাজ
বর্তমান খাদ্যশস্য রপ্তানি চুক্তিটির মেয়াদ ১২০ দিন বা চার মাস। দুই পক্ষ সন্তুষ্ট থাকলে এই চুক্তির মেয়াদ আরও বাড়বে।
-সূত্র: বিবিসি