প্রকাশ :
২৪খবরবিডি: 'বাংলাদেশে বিভিন্ন খাতে কাজ করা মানবাধিকার কর্মীদের কাছ থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি শুনলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। বৈঠকে তিনি নিজে কিছু বলেননি, শুনেছেন। বাংলাদেশে গণতন্ত্র চর্চার অভাবের কারণে মানবাধিকার সংকট বিদ্যমান রয়েছে বলে মিশেল ব্যাচেলেটকে জানান মানবাধিকার কর্মীরা।'
-বৈঠকে উপস্থিত 'মায়ের ডাক' সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি ২৪খবরবিডিকে বলেন, জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো বিষয়গুলো বৈঠকে আমি তুলে ধরেছি। একটি পূর্ণাঙ্গ স্বাধীন ও পক্ষপাতমুক্ত তদন্ত দল যেন সরকারকে গঠন করতে বলেন, সে কথাটাই মিশেল ব্যাচেলেটকে বলেছি। এই তদন্ত দলটি যেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের পদ্ধতি বা মেকানিজমের মধ্যে থেকে করা হয়, যাতে সরকারের কাছ থেকে এ বিষয়ে একটি ফলাফল পাওয়া যায়। যারা 'গোপন আটক' অবস্থায় রয়েছে, তাদের অবস্থা যাতে আমাদের জানানো হয়। সরকার তো বরাবরই জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো বিষয়গুলোকে অস্বীকার করে যাচ্ছে। মিশেল ব্যাচেলেট বৈঠকে কী বলেছেন- জানতে চাইলে বৈঠকে উপস্থিত আরেক মানবাধিকার কর্মী নাম না প্রকাশের শর্তে বলেন, ব্যাচেলেট বলেছেন, তিনি সরাসরি বাংলাদেশকে কোনো কিছুর পরিবর্তনের জন্য চাপ দিতে পারবেন না। কিন্তু সরকার যাতে পরিস্থিতির উন্নয়ন করে, সে বিষয়ে প্রভাব খাটাতে পারেন। তিনি জানিয়েছেন, মানবাধিকার কর্মী হিসেবে তাঁর কাজটি তিনি করছেন।
'গতকাল ১৫ আগস্ট সকাল ১১টার দিকে বাংলাদেশে কাজ করা মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক করেন মিশেল ব্যাচেলেট। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানান তিনি। গতকাল বিকেলে কক্সবাজার গেছেন জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। আজ ১৬ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। সেখানে বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ছাড়াও সংশ্নিষ্টদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বাংলাদেশ পরিস্থিতি: মানবাধিকার কর্মীদের থেকে শুনলেন 'মিশেল ব্যাচেলেট'
আগামীকাল ১৭ আগস্ট সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মিশেল ব্যাচেলেট। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে একটি সেমিনারে বক্তব্য রাখা ছাড়াও বিকেলে সংবাদ সম্মেলন করবেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার ও চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট।'
-গত ১৪ আগস্ট সকালে ঢাকা পৌঁছেন হাইকমিশনার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এরপর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন। এরপর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গেও বৈঠক করেন মিশেল ব্যাচেলেট।