সর্বশেষ

শোক দিবস উপলক্ষে মালদ্বীপে 'মুজিব আমার পিতা' চলচ্চিত্রের প্রদর্শনী

প্রকাশ :


২৪খবরবিডি: 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশী নারী ও শিশুদের জন্য 'মুজিব আমার পিতা' চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৫ আগস্ট ) এসব অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদের সহধর্মিণী মিসেস নাওমী নাহরীন। প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ও পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

'তিনি বলেন, 'মুজিব আমার পিতা' চলচ্চিত্রটি শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর জীবনী ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। এ ধরনের চলচ্চিত্র ভবিষ্যৎ প্রজন্মের সামনে এগিয়ে চলা ও স্বাধীনতার চেতনায়

শোক দিবস উপলক্ষে মালদ্বীপে 'মুজিব আমার পিতা' চলচ্চিত্রের প্রদর্শনী

উদ্বুদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে রাজধানী মালে ও হুলোমালে এলাকায় বসবাসরত অসংখ্য প্রবাসী বাংলাদেশি নারী ও শিশু অংশ নেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত