প্রকাশ :
২৪খবরবিডি: 'নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও কৃষি কাজের জন্য পরিচিত ব্যক্তি, দালাল অথবা এজেন্সির মাধ্যমে অদক্ষ বাংলাদেশি শ্রমিক কুয়েতে আসছে। তাদের আকামার ধরন ১৮ নম্বর আখুদ ভিসা। নিরাপত্তাকর্মীদের ডিউটি ১২ ঘণ্টা, মাসে ১২০ কুয়েতি দিনার বেতন। থাকা মালিকপক্ষ বহন করলেও অন্যান্য খরচ নিজেকে বহন করতে হয়।'
'দক্ষ শ্রমিক এলে রেমিট্যান্স বৃদ্ধি পাবে, দেশের রিজার্ভ ফান্ড বাড়বে। তাতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। সম্প্রতি বাংলাদেশ কমিউনিটির একটি অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, সুখের সংবাদ হলো কুয়েতে দুটি কোম্পানিতে দক্ষ নার্স আসা শুরু হয়েছে।
রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে 'কুয়েতে দক্ষ শ্রমিক পাঠানোর দাবি প্রবাসীদের'
সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৪শ নার্স চলে আসবে। এরা যদি ভালো কাজের মাধ্যমে সুনাম অর্জন করতে পারেন, তাহলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের দক্ষ শ্রমিক আসার পথ সুগম হবে।'