সর্বশেষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের রাষ্ট্রপতির সাক্ষাৎ

প্রকাশ :


/ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ /

২৪খবরবিডি: 'বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস-প্রেসিডেন্ট জগদীপ ধনখারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।  দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ভারতের রাষ্ট্রপতি বলেন, ইতিহাস, ভাষা এবং সংস্কৃতি আমাদের একে অপরের সাথে সংযুক্ত করে। রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে এসব জানানো হয়েছে।'
 

'রাষ্ট্রপতি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, দুই দেশ যেভাবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে তা সত্যিই অসাধারণ। এই ঐতিহাসিক উদযাপনে অংশগ্রহণের জন্য ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গুরুত্ব নির্দেশ করে। বাংলাদেশের জনগণের আর্থ-সামাজিক সমৃদ্ধিতে ব্যাপক সাফল্য অর্জন করায় নিজের আনন্দের কথা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি আশ্বস্ত করেন যে ভারত বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে।'


'দ্রৌপদী মুর্মু বলেন, আমাদের সম্পর্ক সবসময় সহযোগিতা এবং পারস্পরিক আস্থার মনোভাব দ্বারা পরিচালিত হয়েছে। মহামারি এবং বর্তমান আন্তর্জাতিক সংকট মোকাবেলায় ভারত ও বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের রাষ্ট্রপতির সাক্ষাৎ

সংযুক্ত থাকতে হবে।  শেখ হাসিনার এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও মজবুত ও বিকশিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সূত্র : এএনআই।'  

Share

আরো খবর


সর্বাধিক পঠিত