প্রকাশ :
২৪খবরবিডি: 'রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারপাশে একটি 'নিরাপত্তা' বলয় প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সম্প্রতি ইউরোপের এই বৃহত্তম কেন্দ্রটির আশপাশে ইউক্রেন ও রুশ বাহিনীর তীব্র লড়াইয়ের ফলে এমন আহ্বান জানালেন পরিদর্শকরা।'
'সম্প্রতি জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফেয়ল গ্রসির নেতৃত্বে ইউক্রেনের এই পারমাণবিক প্ল্যান্টি পরিদর্শন করেছে কয়েকজন বিশেষজ্ঞ। এর ওপর মঙ্গলবার অনুসন্ধানের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করা হয়েছে।
ইউক্রেনের জাপোরিজ্জিয়ায় 'নিরাপত্তা অঞ্চল' প্রতিষ্ঠার আহ্বান আইএইএ'র
ইউক্রেনের গ্রিডকে সংযোগকারী জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান সরবরাহ লাইন বিচ্ছিন্ন হওয়ার একদিন পরই এ সুপারিশ করল আইএইএ। এখন প্ল্যান্টের নিজস্ব ব্যবস্থায় কার্যক্রম চলছে বলে জানা গেছে। কেন্দ্রটির আশপাশে হামলা নিয়ে মস্কো বরাবরই অস্বীকার করে আসছে। সূত্র: আল জাজিরা।'