প্রকাশ : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
২৪খবরবিডি: 'রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, 'আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য একটি দেশ গঠনে পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই।' 'বিশ্ব বসতি দিবস' উপলক্ষে রবিবার (২ অক্টোবর) এক বাণীতে এসব কথা বলেন তিনি।'
'তাঁর (বঙ্গবন্ধু) সেই স্বপ্নের পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের গ্রাম ও শহরগুলো উন্নয়নের ধারায় পরিবর্তিত হচ্ছে। উন্নয়নের এ অগ্রযাত্রায় কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ভূমিকা দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। বর্তমানে সংঘাতময় বিশ্ব মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব
'বিশ্ব বসতি দিবস',আগামী প্রজন্মের জন্য পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই : রাষ্ট্রপতি
দীর্ঘমেয়াদি, যে কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও নদীতীরবর্তী অঞ্চলে বসবাসকারী নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে। এসব উল্লেখ করে রাষ্ট্রের প্রধান বলেন, সরকার দেশের ভূমিহীন ও গৃহহীন বিশাল একটি জনগোষ্ঠীকে পুনর্বাসন করছে, যা গোটা বিশ্বে ছিন্নমূল ও অসহায় মানুষের দারিদ্র্য বিমোচনের ধারণার ক্ষেত্রে একটি নতুন ধারা সৃষ্টি করেছে। রাষ্ট্রপতি 'বিশ্ব বসতি দিবস ২০২২' উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।'-সূত্র : বাসস