সর্বশেষ

'আজ বিশ্ব প্রাণী দিবস'

প্রকাশ :


২৪খবরবিডি: 'বিশ্ব প্রাণী দিবস মঙ্গলবার (৪ অক্টোবর)। প্রাণীর অধিকার নিশ্চিতে প্রতি বছর ৪ অক্টোবর দিবসটি পালন করা হয়।  জানা যায়, সর্বপ্রথম হেনরিক জিম্মারমেন নামের এক জার্মান লেখক ও প্রকাশক মেন্স উন্ড হুন্দ (মানুষ ও কুকুর) নামের একটি ম্যাগাজিনে বিশ্ব প্রাণী দিবস প্রকাশ করেছিলেন।'
 

'তিনি প্রথম ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিন স্পোর্ট প্যালেসে এই দিবস উদযাপন করেন। এরপর ১৯২৯ সালে প্রথমবারের মতো এই দিবসটি ৪ অক্টোবর পালন করা হয়। প্রথম দিকে তিনি কেবল এ দিবসে জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও যুগোস্লাভাকিয়ার অনুসারী পেয়েছিলেন।'


'বিশ্ব প্রাণী দিবস জনপ্রিয় করতে জিম্মারমেন নিরলসভাবে কাজ করে গেছেন। ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত

'আজ  বিশ্ব  প্রাণী  দিবস'

আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে তার উত্থাপন করা প্রস্তাব মতে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত